আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-আগ্রাসনের আবহে ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ডাক দিয়েছিলেন ব্রিকস-এর ভিডিয়ো বৈঠকের। আজ তাতে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ওই বৈঠকে জয়শঙ্কর বিনিয়োগ এবং বাণিজ্যের ক্ষেত্রে একটি ‘পূর্বনির্ধারিত বা নিশ্চিত আবহাওয়ার’ প্রয়োজনীয়তার ব্যাখ্যা করেছেন। বলেছেন, “রাষ্ট্রগুলির লক্ষ্য হওয়া উচিত যে কোনও ধরনের ধাক্কাকে হজম করার সামর্থ্য অর্জন করা।’’ ট্রাম্পের চাপানো শুল্ক সম্পর্কে পরোক্ষে বলেছেন, “গোটা বিশ্বেরই লক্ষ্য বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি নিশ্চিত বাতাবরণ তৈরি করা। অর্থনৈতিক লেনদেন যেন স্বচ্ছ সুষম হয়। যখন দেখা যাচ্ছে, বারবার ধাক্কা আসছে তখন তা হজম করার সামর্থ্য থাকতে হবে।”
আমেরিকাকে নিশানা করে জয়শঙ্কর বলেন, “ক্রমশ দেওয়াল তোলা এবং আদানপ্রদানকে জটিল করে লাভ নেই, বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত নয়, এমন বিষয়কে বাণিজ্যের মধ্যে আনাও অনর্থক।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)