রাশিয়া থেকে তেল কেনার জরিমানা-সহ ভারতীয় পণ্যের উপরে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রফতানি ক্ষেত্রে এই ধাক্কা সামাল দিতে বিকল্প পথের সন্ধান করছে ভারত। এই আবহে আজ জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক শেষে আগামী দিনে জার্মানির সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করা ও অন্যান্য ক্ষেত্রে সহায়তা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি।
সম্প্রতি দু’দিনের ভারত সফরে এসেছেন জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়েডফুল। আজ নয়াদিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক সারেন জয়শঙ্কর। সাংবাদিক সম্মেলনে জয়শঙ্কর বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এ বার একটি পাকাপাকি সমঝোতায় আসতে চায়। বিদেশমন্ত্রী আরও জানান, দু’দেশের মধ্যে অর্থনীতি, পরিবেশ বদল, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও মজবুত করার কথা বলা হয়েছে। তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার লক্ষে এগোচ্ছে জার্মানি।’’ এ ছাড়া, সেমিকন্ডাক্টর ক্ষেত্র, গ্রিন হাইড্রোজেনের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়েও দুই বিদেশমন্ত্রীর মধ্যে কথা হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের এই প্রস্তাবকে স্বাগত জানান ওয়েডফুল। কয়েক মাসেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত মুক্ত বাণিজ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারে বলে ইঙ্গিত দেন তিনিও। আমেরিকার নাম না করলেও জার্মান বিদেশমন্ত্রী বলেন, ‘‘অন্যেরা ভারতের বাণিজ্যক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করলে আমরা বাধা কমিয়ে তার জবাব দেব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)