রাষ্ট্রপুঞ্জের ৮০তম জন্মদিনে পহেলগাম হামলার প্রসঙ্গ টেনে নিরাপত্তা পরিষদকে কাঠগড়ায় তুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সঙ্গে নাম না করে নিশানা করলেন চিন এবং আমেরিকাকেও। কূটনৈতিক শিবিরের বক্তব্য, রাষ্ট্রপুঞ্জের সংস্কার, যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার ব্যর্থতা, প্রাসঙ্গিকতা হারানোর মতো বিষয়গুলি নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিক বার সরব হয়েছে সাউথ ব্লক। কিন্তু আজ যে ভাবে নিরাপত্তা পরিষদের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে আড়াল করার অভিযোগ করলেন জয়শঙ্কর, তাতে স্পষ্ট, ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক দ্বৈরথে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি। পহেলগাম হামলার পর আমেরিকার কোনও ভাবান্তর দেখা যায়নি, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কাছে টেনেছেন পাকিস্তানের সেনাপ্রধানকে। আবার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির বার্তা দিয়েও পাক জঙ্গি গোষ্ঠী টিআরএফ-কে নিষিদ্ধ করার প্রশ্নে রাষ্ট্রপুঞ্জে প্রাথমিক ভাবে বিরোধিতা করেছিল চিন। আজ এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিদেশমন্ত্রী।
জয়শঙ্করের কথায়, “আমাদের এই সত্যকে স্বীকার করতেই হবে যে, রাষ্ট্রপুঞ্জে সব কিছু ভাল ভাবে চলছে না। তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, এই সংস্থার সদস্যদের মনোভাবকে প্রতিফলত করছে না। আন্তর্জাতিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতেও উদাসীন থাকছে।’’ এর পরই তিনি বলেন, “সন্ত্রাসবাদের মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জ যে চ্যালেঞ্জগুলির মুখে পড়ছে, তার কয়েকটি উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে। যখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য রাষ্ট্র খোলাখুলি ভাবে পহেলগামের নৃশংস আক্রমণের দায় নেওয়া সংগঠনকে রক্ষাকবচ দেয়, তখন এই বহুপাক্ষিকতার কী বিশ্বাসযোগ্যতা থাকে? একই ভাবে যখন এই হত্যাকাণ্ডের অপরাধী এবং শিকারকে আন্তর্জাতিক কৌশলের নাম করে একই বন্ধনীতে রাখা হয়, তখন তার থেকে ভয়ঙ্কর নির্দয় বিশ্ব আর কী হতে পারে? নিজেদের সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা গোষ্ঠীকে যখন নিষেধাজ্ঞা থেকে রক্ষা করা হয়, তখন সেই রক্ষাকারীদের সন্ত্রাস দমনে ঐকান্তিকতা নিয়েই বা কী বলা চলে?” বিদেশমন্ত্রীর কথায়, ‘‘আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বজায় রাখার বিষয়টি নেহাতই কথার কথা হয়ে দাঁড়িয়েছে।’’
প্রস্তাব বিচারপতি সূর্য কান্তের নাম
নয়াদিল্লি, ২৪ অক্টোবর: দেশের পরবর্তী তথা ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই। কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠি দিয়ে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করেছেন তিনি। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত দায়িত্বে রয়েছেন প্রধান বিচারপতি গাভাই।
সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)