E-Paper

ত্রিদেশীয় সফরে দিল্লির ভাষ্য লক্ষ্য জয়শঙ্করের

জয়শঙ্করের জার্মানি যাত্রার সূচি পহেলগাম কাণ্ডের অনেক আগেই নির্ধারিত ছিল। পরে বাকি দু’টি দেশ যুক্ত করা হয়েছে। ভারতের কূটনৈতিক বার্তা সার্বিক ভাবে ইউরোপের কাছে আরও বেশি করে পৌঁছনোর জন্য এই পদক্ষেপ, এমনই মনে করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ০৭:৪৯
এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

অপারেশন সিঁদুর ও ভারত-পাকিস্তান সংঘাতের পরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার থেকে ছ’দিনের এই সফরে নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানি— এই তিনটি দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে কৌশলগত অংশীদারি এবং অর্থনৈতিক বিনিময় নিয়ে পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন জয়শঙ্কর। সেই সঙ্গে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাস রোধে ভারতের নতুন নীতি সম্পর্কে মূল্যায়ন এবং ভাষ্য ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশগুলির নেতৃত্বের কাছে তুলে ধরাও তাঁর অগ্রাধিকার।

বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, উষ্ণায়নের মতো বিষয়গুলি নিয়েও বৈঠক হবে এই সফরে। আলোচনা হবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে। জয়শঙ্করের জার্মানি যাত্রার সূচি পহেলগাম কাণ্ডের অনেক আগেই নির্ধারিত ছিল। পরে বাকি দু’টি দেশ যুক্ত করা হয়েছে। ভারতের কূটনৈতিক বার্তা সার্বিক ভাবে ইউরোপের কাছে আরও বেশি করে পৌঁছনোর জন্য এই পদক্ষেপ, এমনই মনে করা হচ্ছে।

জার্মানিতে নতুন সরকার আসার পরে কোনও ভারতীয় শীর্ষ কর্তার এটি প্রথম সফর। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পরে জয়শঙ্কর ফোনে ফ্রান্সের পাশাপাশি জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ মাসের ১৪ তারিখ থেকে নেদারল্যান্ডস, নরওয়ে এবং ক্রোয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু সীমান্তে উত্তেজনার কারণে ওই সফর বাতিল করা হয়।

এই সফরে ডেনমার্কও গুরুত্ব পাবে। কারণ, দেশটি এখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। ডেনমার্কের বিদেশমন্ত্রী লার্স লকে রাসমুসেন-এর সঙ্গে আগে থেকেই যোগাযোগে রয়েছেন জয়শঙ্কর। তাৎপর্যপূর্ণ ভাবে রাসমুসেন এখন চিন সফরে, ফিরবেন মঙ্গলবার। সন্ত্রাসবাদ-প্রশ্নে আন্তর্জাতিক ভাবে পাকিস্তানকে একঘরে করতে রাসমুসেনের সঙ্গে বৈঠকটি জরুরি বলে মনে করা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

S. Jaishankar Bilateral Talks Germany Netherlands Denmark Central Government India-Pakistan Tension

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy