আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক-লড়াইয়ের মধ্যেই মস্কোয় দৌত্য শুরু করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে আমেরিকার শান্তি বৈঠকে সাড়া জাগানো ফল পাওয়া না গেলেও, ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউরোপের কর্তাদের আলোচনার পরে কিছুটা হলেও আশা জেগেছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ট্রাম্পের বাড়তি ২৫ শতাংশ জরিমানার বিষয়টি পিছিয়ে যেতে পারে, এমন চিন্তাভাবনাও শুরু হয়েছে। তবে একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ধরে নিয়ে চিন এবং রাশিয়ার সঙ্গে অক্ষ মজবুত করাও সাউথ ব্লকের অগ্রাধিকার।
আগামিকাল রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসবেন জয়শঙ্কর। আজ মস্কোয় ভারত-রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের ২৬তম অধিবেশনে সহ-সভাপতিত্ব করেছেন তিনি। এক্স হ্যান্ডলে লিখেছেন, দু’দেশের আলোচনা সদর্থক ও উপযোগী হয়েছে। মস্কোর আলেকজ়ান্ডার গার্ডেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সৈন্যদের প্রতি উৎসর্গীকৃত যুদ্ধ স্মারকে ফুল দিয়েছেন তিনি।
বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, লাভরভ এবং জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যতের পথ সন্ধান করবেন। বৈঠকের মূল লক্ষ্য থাকবে পরিবহণ, ব্যাঙ্কিং এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমঝোতা বাড়ানো। শক্তিক্ষেত্র, কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদানপ্রদান বাড়ানো নিয়ে কথা হবে। নয়াদিল্লির বক্তব্য, ভারত এবং রাশিয়ার মধ্যে রাজনৈতিক সংলাপ বাড়ানোর কথা ভাবা হচ্ছে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মঞ্চে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে নয়াদিল্লির অবস্থান— কূটনীতি এবং সংলাপই সমাধানের একমাত্র পথ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)