ক্ষমা-টমা চাওয়ার প্রশ্নই নেই। উল্টে পাঠিয়ে দিলেন উকিলের চিঠি। জাতীয় মহিলা কমিশনকে।
নিজেকে ‘ধর্ষিতার মতো’ মনে হচ্ছে বলায় বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ওই মন্তব্যে নারীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে সলমনকে ক্ষমা চাইতে বলেছিল জাতীয় মহিলা কমিশন। তাঁকে তলব করা হয়েছিল কমিশনে। আর তাতেই আত্মসম্মানে লেগে গিয়েছে সলমনের!
তিনি সলমন খান! নারীর মর্যাদায় ঘা লাগল কি না, তার বিচার তো পরে হবে, কিন্তু তার মর্যাদায় আঘাত লাগলে কি সইতে পারেন বলিউড সেলেব?
উকিলের চিঠি পাঠিয়ে জাতীয় মহিলা কমিশনকে জানিয়ে দিয়েছেন, তিনি হাজির হচ্ছেন না কমিশনে। আর প্রকাশ্যে ক্ষমা-টমা চাওয়া?
সলমনের উকিলের চিঠি খুঁটিয়ে পড়ার পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম শুধু এইটুকুই বলেছেন, ‘‘উনি ক্ষমা চাননি।’’
আরও পড়ুন- দুই ছেলেকে নিয়ে ইস্তানবুল জঙ্গি হানা থেকে অল্পের জন্য বাঁচলেন হৃতিক
ললিতা এও বলেছেন, ‘‘যাঁরা সলমনকে চেনেন, জানেন, তাঁরা আমাকে বলেছিলেন, সলমন কোনও দিনই ক্ষমা-টমা চাইবেন না। এখন দেখছি, আমরা কী ব্যবস্থা নিতে পারি।’’ মাদ্রিদ থেকে সদ্যই মুম্বইয়ে ফিরেছেন সলমন।
দিন কয়েক আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই কুরুচিকর মন্তব্য করেন সলমন। এর পরেই দেশজুড়ে শুরু হয়ে যায় বিতর্ক। তার জেরে সলমনের বাবা সেলিম খান টুইট করে ছেলের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন।