Advertisement
০৩ মে ২০২৪

১০৫ দিন আগেই জেল থেকে ছাড়া পাচ্ছেন সঞ্জয়

২৭ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। তাঁর সাজার মেয়াদ শেষ হওয়ার ১০৫ দিন আগেই তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে। সংশোধনাগারে থাকাকালীন তাঁর আচরণ সন্তোষজনক হওয়ায়, তাঁকে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১২:২২
Share: Save:

২৭ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। তাঁর সাজার মেয়াদ শেষ হওয়ার ১০৫ দিন আগেই তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে। সংশোধনাগারে থাকাকালীন তাঁর আচরণ সন্তোষজনক হওয়ায়, তাঁকে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন।

মুম্বইতে ১৯৯৩ সালের বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল বলিউড স্টার সঞ্জয় দত্তের বিরুদ্ধে। ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে প্রমাণিত না হলেও বেআইনি ভাবে নিজের কাছে একে-৫৬ রাইফেল এবং পিস্তল রাখার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। ২০০৭ সালে তাঁকে আদালত ৬ বছরের জন্য কারাদণ্ড দেয়। ১৮ মাস জেল খেটেই অবশ্য সঞ্জয় দত্ত জামিনে মুক্ত হন। কারণ উচ্চতর আদালতে তিনি ঐ রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। ২০১৩ সালের মার্চে সেই আদালতও সঞ্জয় দত্তকে কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত বহা রাখে। আবার জেলে ফিরতে হয় মুন্নাভাইকে। ক্ষমাপ্রার্থনা করে তিনি যে আবেদন করেছিলেন, মহারাষ্ট্রের রাজ্যপাল তা খারিজ করে দেন। পুণের ইয়েরওয়াড়া জেলে থাকাকালীন একাধিক বার প্যারোলে মুক্তি হয়েছেন সঞ্জয়। ২০১৩-র মে থেকে ২০১৪-র মে পর্যন্ত সঞ্জয় দত্ত ১১৮ দিন জেলের বাইরে কাটিয়েছিলেন। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে নান মহলে। ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে সঞ্জয়কে বার বার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। তার পর থেকে বেশিরভাগ সময়টা সংশোধনাগারের ভিতরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত। এই সময়ে ভাল ব্যবহারের কথা মাথায় রেখেই তাঁকে মেয়াদ শেষ হওয়ার কিছুটা আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE