বেআইনি আর্থিক লেনদেন মামলায় শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউতকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দক্ষিণ মুম্বইয়ের ব্যালার্ড এস্টেটে ইডির অফিসে সঞ্জয় ঢোকেন সকাল সাড়ে এগারোটা নাগাদ। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন রাত প্রায় সাড়ে ন’টায়।
ইডির অফিস থেকে বেরিয়ে সঞ্জয় জানান, তিনি তদন্তে সব রকম সাহায্য করবেন। তাঁর কথায়, ‘‘এজেন্সির কাজ তদন্ত করা। আমাদের কাজ হল তদন্ত সব রকম সাহায্য করা। আমাকে ডেকেছিল ইডি। তাই এসেছিলাম। আগামিদিনে ডাকলে আবার আসব।’’