Advertisement
০২ মে ২০২৪
National

সমালোচনা থামাতে মরিয়া জয়ললিতাকে তিরস্কার সুপ্রিম কোর্টের

প্রশাসনিক কাজকর্মের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনার মুখ বন্ধ করতে মানহানির মামলাকে ব্যবহার করার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে তীব্র ভাবে তিরস্কার করল সুপ্রিম কোর্ট।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।- ফাইল চিত্র।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ১৪:২৫
Share: Save:

প্রশাসনিক কাজকর্মের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনার মুখ বন্ধ করতে মানহানির মামলাকে ব্যবহার করার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে তীব্র ভাবে তিরস্কার করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর এফ নরিম্যানকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার তার পর্যবেক্ষণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে তীব্র ভাবে তিরস্কার করে বলেছে, ‘‘গণতন্ত্রের গলা টিপে ধরার জন্য আপনি (মুখ্যমন্ত্রী জয়ললিতা) মানহানির মামলাকে ব্যবহার করতে পারেন না। কোনও সরকারই তার রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলা করতে কখনও মানহানির মামলাকে ব্যবহার করতে পারে না। এই ফৌজদারি আইন কখনওই রাজনৈতিক প্রতিপক্ষকে জব্দ করার হাতিয়ার হতে পারে না। যাঁরা সরকারি কাজকর্মের সমালোচনা করছেন, তাঁদের বিরুদ্ধে একের পর এক মানহানির মামলা দায়ের না করে বরং সুশাসনের বিষয়টিকে সুনিশ্চিত করুক তামিলনাড়ু সরকার। বিরোধীদের সমালোচনা শোনার সহনশীলতা দেখাতে হবে সরকারকে।’’ গত জুলাইয়েও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে একই ইস্যুতে তিরস্কার করেছিল সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ।

এ বার তামিলনাড়ু সরকারের কাজকর্মের কড়া সমালোচনা করায় ডিএমকে নেতা কে বিজয়কান্তের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয় মুখ্যমন্ত্রী জয়ললিতার তরফে। বিজয়কান্ত ও তাঁর স্ত্রী প্রেমলতার বিরুদ্ধে জারি হয় জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। সেই মামলাটি খারিজের আর্জি জানিয়ে শীর্য আদালতে একটি পিটিশন করেছিলেন বিজয়কান্ত। তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এ দিনের এই পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট বিজয়কান্ত ও তাঁর স্ত্রী প্রেমলতার বিরুদ্ধে জারি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানার ওপরেও স্থগিতাদেশ দিয়েছে।

আরও পড়ুন- প্রতিরক্ষা মন্ত্রকের কপালে ভাঁজ! নৌবাহিনীর গুরুতর গোপন তথ্য ফাঁস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE