Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Omicron

BA.4 Omicron: আতঙ্ক ছড়াচ্ছে বিএ.৪, করোনার নয়া রূপে দ্বিতীয় আক্রান্তের খোঁজ মিলল ভারতে

ওমিক্রনের নতুন উপরূপের নাম বিএ.৪। গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম এর হদিস পাওয়া যায়। ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২।

করোনার নয়া রূপে বাড়ছে আতঙ্ক।

করোনার নয়া রূপে বাড়ছে আতঙ্ক। প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মে ২০২২ ০৯:০৯
Share: Save:

ওমিক্রনের নতুন রূপ নিয়ে আশঙ্কা ছড়াচ্ছে ভারতে। এ বার দেশে তীব্র সংক্রামক ওমিক্রনের উপরূপ বিএ.৪–এ আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির খোঁজ মিলল। চেন্নাই থেকে ৩০ কিলোমিটার দূরে চেঙ্গলপাট্টু জেলার নভালুরের এক বাসিন্দার শরীরে মিলেছে এই ভাইরাস।

ভারতে বিএ.৪ রূপে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল হায়দরাবাদে। শুক্রবার ওই ব্যক্তির শরীরে কোভিডের এই নয়া রূপের নমুনা মেলে। জানা যায়, সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই ব্যক্তি। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, সবাইকে চিহ্নিত করার কাজ শুরু করে স্বাস্থ্য দফতর।

এর মধ্যেই শনিবার দ্বিতীয় বিএ.৪ আক্রান্তের সন্ধান মিলেছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই খবর দিয়েছেন।

এ বছরের ১০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় প্রথম চিহ্নিত হয় ওমিক্রনের উপরূপ বিএ.৪। দ্রুত এই রূপ ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ আফ্রিকায়। এই নয়া রূপে আক্রান্তদের শরীরে বড় কোনও উপসর্গ দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে, বিএ.৪ শরীরের প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Omicron corona COVID19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE