রাজ্যের মাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের আপত্তি সত্ত্বেও দূরদূরান্তে বদলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্যের মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংগঠন। সুপ্রিম কোর্ট আজ রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের স্কুল শিক্ষা কমিশনারকে নোটিস জারি করে এ বিষয়ে বক্তব্য জানতে চেয়েছে। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষণ কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়া জানিয়েছেন, ৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।
রাজ্যের ‘সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর মূল অভিযোগ ছিল, ১৯৯৭ সালের স্কুল সার্ভিস কমিশন আইনে ২০১৭ সালে ১০সি নতুন ধারা যোগ করে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের এক জেলা থেকে আর এক জেলায় বদলি করে দেওয়ার রাস্তা খোলা হয়েছে। ২০১৭-র আগে যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের এই আইনি ক্ষমতা কাজে লাগিয়ে বদলি করা যায় না। শিক্ষক, কর্মচারীদের সংগঠন এ নিয়ে কলকাতা হাই কোর্টে গেলেও সুরাহা আদায় করতে পারেননি। তার পরেই তাঁরা সুপ্রিম কোর্টে যান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)