Advertisement
২৪ মার্চ ২০২৩

ডনের হুমকি, নিরাপত্তা বাড়ল ‘ডন’-এর বাংলোয়

কিছু দিন আগেই শিল্পপতি নেস ওয়াদিয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আরও এক বার খবরের শিরোনামে মুম্বইয়ের অপরাধ জগতের পরিচিত নাম রবি পূজারী। এ বার প্রযোজক করিম মোরানির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তাঁর দলবলের বিরুদ্ধে। আর যার জেরে নিরাপত্তা বাড়ানো হল বলিউড তারকা শাহরুখ খানেরও।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০৩:২০
Share: Save:

কিছু দিন আগেই শিল্পপতি নেস ওয়াদিয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আরও এক বার খবরের শিরোনামে মুম্বইয়ের অপরাধ জগতের পরিচিত নাম রবি পূজারী। এ বার প্রযোজক করিম মোরানির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তাঁর দলবলের বিরুদ্ধে। আর যার জেরে নিরাপত্তা বাড়ানো হল বলিউড তারকা শাহরুখ খানেরও।

Advertisement

ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। মোরানিদের জুহুর বাংলো শগুনে হামলা চালায় এক দল দুষ্কৃতী। দ্রুত নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয় মোরানিদের বাংলোয়। শাহরুখের বাংলো মন্নতেও নাকি পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

বলিউডে সফলতম প্রযোজকদের অন্যতম মোরানি ভাইয়েরা। তাঁদের মধ্যে করিম মোরানির সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। শাহরুখের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রযোজনাও করছেন করিম। আর এই সূত্রেই মোরানিদের সঙ্গে পূজারীর গোলমাল বলে পুলিশের একটি সূত্রের খবর। ‘হ্যাপি নিউ ইয়ার’-এর আন্তর্জাতিক পরিবেশনার মালিকানা চেয়ে মোরানিকে হুমকি দেন পূজারী। মোরানি রাজি না হওয়ায় তাঁর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। সেই সূত্রে এ বার মোরানি-ঘনিষ্ঠ শাহরুখের বাংলোতেও পূজারীর দলবল চড়াও হতে পারে বলে আগেভাগেই নিরাপত্তা বাড়ানো হয় মন্নতে।

কী হয়েছিল শনিবার রাতে? পুলিশ সূত্রের খবর সেই রাতে মোরানিদের বাংলোর নিরাপত্তারক্ষীরা কিছুই টের পাননি। পর দিন বাড়ির সামনে দাঁড় করানো একটি গাড়ি ও জানলায় গুলির দাগ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে, এক দল দুষ্কৃতী বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে।

Advertisement

পুলিশেরই একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, মোরানিকে হুমকি দিয়েই থেমে থাকেননি পূজারী। শাহরুখের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। তবে শাহরুখের অফিস থেকে খবরের সত্যতা স্বীকার করা হয়নি। তাঁর নিরাপত্তা বাড়ানো নিয়েও পুলিশের মধ্যে অসঙ্গতি রয়েছে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (জোনাল) সত্যনারায়ণ চৌধুরির বক্তব্য, “শাহরুখের উপর হামলা হতে পারে বলে কোনও খবর আমাদের কাছে নেই। পুলিশে এ রকম কোনও অভিযোগ হয়নি।” পুলিশের অন্য একটি সূত্র যদিও শাহরুখের নিরাপত্তা বাড়ার বিষয়টি স্বীকার করে নিয়েছে। বলিউড তারকা অবশ্য বিষয়টি নিয়ে নীরব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.