Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sedition

লক্ষদ্বীপের প্রশাসকের সমালোচনা, পরিচালক আয়েশার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা

আয়েসা বলেন, অতিমারির প্রথম ঢেউয়ে লক্ষদ্বীপে একটিও সংক্রমণ ধরা পড়েনি। কিন্তু গত ডিসেম্বরে প্রফুল্ল পটেল নতুন প্রশাসক হয়ে আসার পর থেকেই একের পর এক তুঘলকি আইন-বিধি চালু হচ্ছে লক্ষদ্বীপে।

চলচ্চিত্র পরিচালক আয়েশা সুলতানা

চলচ্চিত্র পরিচালক আয়েশা সুলতানা

সংবাদ সংস্থা
লক্ষদ্বীপ শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১২:০২
Share: Save:

তাঁর বক্তব্য ছিল, লক্ষদ্বীপের মানুষদের উপর আঘাত হানতে করোনাভাইরাসকেই ‘জৈব অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে কেন্দ্র। টিভি চ্যানেলের বিতর্কসভায় কেন্দ্রের বিরুদ্ধে এমন মন্তব্যের অভিযোগে চলচ্চিত্র পরিচালক আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করল বিজেপি-র লক্ষদ্বীপের শাখা।

আয়েশার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা ছাড়াও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। পরিচালক নিজে লক্ষদ্বীপের বাসিন্দা। তিনি প্রথম চলচ্চিত্র পরিচালক এই কেন্দ্রশাসিত অঞ্চলের। লক্ষদ্বীপের কোভিড পরিস্থিতি নিয়ে আয়োজিত ওই বিতর্কসভা প্রশাসক প্রফুল্ল খোড়া পটেলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তাঁকে।

আয়েসার বক্তব্য ছিল, অতিমারির প্রথম ঢেউয়ে লক্ষদ্বীপে একটিও সংক্রমণ ধরা পড়েনি। কিন্তু গত ডিসেম্বরে প্রফুল্ল পটেল নতুন প্রশাসক হয়ে আসার পর থেকেই একের পর এক তুঘলকি আইন-বিধি চালু হচ্ছে লক্ষদ্বীপে। যার জেরে দ্বিতীয় ঢেউয়ে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সেখানকার নাগরিকদের অভিযোগ, লক্ষদ্বীপের নিজস্ব সংস্কৃতিকে নষ্ট করার পথে হাঁটছেন নতুন প্রশাসক। আয়েশার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়েরের ঘটনার কড়া নিন্দা করেছে লক্ষদ্বীপের সাহিত্য পরিবর্তক সংঘ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sedition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE