Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০২ অক্টোবর ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

রাধে রাধে! মিনি স্কার্ট বিতর্কে ‘লাস্যময়ী’ গুরুমা

সত্যিই রাধে রাধে! ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। সানি লিওনের ভক্ত এই ধর্মগুরু রাধে মা বারবারই বিতর্কে জড়িয়ে পড়েছে

সংবাদ সংস্থা
০৬ অগস্ট ২০১৫ ১৯:৫৯
Save
Something isn't right! Please refresh.
বিতর্কিত রাধে মা। ছবি: টুইটার।

বিতর্কিত রাধে মা। ছবি: টুইটার।

Popup Close

সত্যিই রাধে রাধে! ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। সানি লিওনের ভক্ত এই ধর্মগুরু রাধে মা বারবারই বিতর্কে জড়িয়ে পড়েছেন। এ বার মিনি স্কার্ট পরা রাধে মায়ের ছবি দেখে আক্কেল গুড়ুম তামাম ভক্তকুলের। তবে ছবিগুলি নিজে আপ করেননি ওই ধর্মগুরু। প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী প্রমোদ মহাজনের পুত্র রাহুল মহাজন তাঁর টুইটার অ্যাকাউন্টে বৃহস্পতিবার আপ করেন রাধে মা-র কয়েকটি ছবি। রাহুল লেখেন— গেস হু? ছবিতে ধর্মগুরুর ভূমিকায় নয় মিনি স্কার্টে লাস্যময়ী ভঙ্গিমায় দেখতে পাওয়া যায় ধর্মগুরুকে। সোশ্যাল মিডিয়ায় ‘হট অ্যান্ড সেক্সি’ রাধে মাকে দেখে মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাহুল মহাজনের টুইটার অ্যাকাউন্টটি।

কে এই রাধে মা?

আদতে পঞ্জাবের বাসিন্দা স্বঘোষিত এই ধর্মগুরু রাধে মা জড়িয়েছেন বহু বিতর্কে। স্বামী, দুই পুত্র, এক কন্যা এবং জামাইকে নিয়ে ভরা সংসার আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত বিবাহিতা এই গুরু মা-র।

Advertisementদু’পাশের ছবির জন্য বিতর্কে রাধে মা, (মাঝখানে) যে বেশে দেখা দেন ভক্তদের

কখনও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভক্তদের সঙ্গে অশ্লীল নাচের। কখনও পণের জন্য গৃহবধুকে মানসিক অত্যাচারেরও অভিযোগ উঠেছে এই রাধে মার-র বিরুদ্ধে। ২০০৫ সালে রাধে মার বিরুদ্ধে পণ চেয়ে প্ররোচণার অভিযোগ জানান মুম্বইয়ের এক গৃহবধু। অশ্লীলতার দায়ে নাসিকে কুম্ভ মেলায় ঢোকাও বারণ এই ধর্মগুরুর। তাঁর বিরুদ্ধে অশ্লীলতা এবং অভব্য আচরণের অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের আইনজীবী ফাল্গুনি ব্রহ্মভট্ট। প্রকাশ্যে নিজেকে সানি লিওনের ভক্ত বলে ঘোষণা করেন। কখনও ভক্তদের আয়োজিত সভায় চটুল বলিউডি গানে পা মেলাতে দেখা যায় তাঁকে। কখনও বা তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুরুষ ভক্তদের কোলে উঠে আলিঙ্গন করার। কখনও বা প্রসাদ বিতরণের সময় ‘অশ্লীলতার ছোঁয়া’ থেকে যায় বলে গুঞ্জন ওঠে। যাবতীয় বিতর্ক সত্ত্বেও হেসে খেলে ‘গুরুপনা’ চালিয়ে যাচ্ছিলেন রাধে মা। এ বার মিনি স্কার্ট বিতর্কের পর কী ভাবে পরিস্থিতি সামাল দেন রাধে মা তা দেখার অপেক্ষায় ভক্তকুল।ছবি: টুইটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Something isn't right! Please refresh.

Advertisement