Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Police officer

রাত সাড়ে ৩টেয় বাড়িতে ঢুকেই স্ত্রীকে খুন পদস্থ পুলিশকর্তার, নিজের মাথাতেও চালালেন গুলি

মহারাষ্ট্রের পুণের ঘটনা। অভিযুক্ত পুলিশকর্তার নাম ভরত গাইকোয়াড। বয়স ৫৭। অমরাবতীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তিনি।

স্ত্রীর সঙ্গে এসিপি ভরত গাইকোয়াড।

স্ত্রীর সঙ্গে এসিপি ভরত গাইকোয়াড। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
পুণে শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৩:০৫
Share: Save:

ভোরবেলায় বাড়ি ফিরে স্ত্রী গুলি করে খুন করলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। তার পর নিজের মাথায় গুলি চালানোর আগে গুলি চালালেন ভাইপোর বুকেও। তিন জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলে উপস্থিত থেকেও বেঁচে গিয়েছেন ওই পুলিশ কর্তার তরুণ পুত্র।

মহারাষ্ট্রের পুণের ঘটনা। অভিযুক্ত পুলিশকর্তার নাম ভরত গাইকোয়াড। বয়স ৫৭। অমরাবতীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ভরত। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে বাড়ি ফেরার পর সাড়ে ৩টে নাগাদ স্ত্রী মনি গাইকোয়াডের (৪৪) মাথা লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলির শব্দ পেয়ে ছুটে এসে দরজা খোলেন ভরতের ভাইপো দীপক (৩৫) এবং পুত্র। তদন্তকারী পুলিশকর্তা জানিয়েছেন, তাঁদের দেখামাত্রই আবার গুলি চালান ভরত। এ বার গুলি লাগে দীপকের বুকে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী এবং ভাইপোকে খুন করার পরই নিজের মাথাতেও গুলি চালান অমরাবতীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ভরত। প্রায় সঙ্গে সঙ্গেই তিন জনের মৃত্যু হয়। তবে ভরতের পুত্র তাঁর বাবার ছোড়া গুলিতে জখম হননি।

কেন ওই পুলিশকর্তা হঠাৎ এই কাজ করলেন, তার কারণ স্পষ্ট নয় এখনও। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই পুলিশকর্তার প্রতিবেশী এবং তাঁর পুত্রকে জিজ্ঞাসাবাদের পর্বও শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE