প্রতি আট মিনিটে দেশে এক জন করে শিশু নিখোঁজ হচ্ছে! মঙ্গলবার এই বিষয়ে উদ্বেগপ্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, দেশে দত্তক নেওয়ার প্রক্রিয়া জটিল। সেই কারণে অবৈধ উপায়ে সন্তান গ্রহণের চেষ্টা করা হয় বলে পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট।
বিচারপতি নাগরত্ন বলেন, “আমি সংবাদপত্রে পড়লাম যে দেশে প্রতি আট মিনিটে এক জন করে শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। আমি জানি না এটা সত্য কি না। কিন্তু এটা সত্যিই গুরুতর একটি বিষয়।” গত ১৪ অক্টোবর শীর্ষ আদালত কেন্দ্র দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বলেছিল যে, নিখোঁজ শিশুদের নিয়ে হওয়া মামলার দেখভাল করার জন্য এক জন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। কেন্দ্রের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের ‘মিশন বাৎসল্য’ পোর্টালে ওই অফিসারদের নাম এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বলা হয়।
আরও পড়ুন:
মঙ্গলবারের শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি নোডাল অফিসার নিয়োগের জন্য ছ’সপ্তাহ সময় চান। যদিও ছ’সপ্তাহ সময় দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলেছে আদালত।