উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল চার মহিলার। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অমরোহা জেলায়। রজবপুর থানা এলাকায় আত্রাসি গ্রামের ওই বিস্ফোরণে ঝলসে গিয়েছেন আরও ন’জন। তাঁদের ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দুপুরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দুর্ঘটনাস্থলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বাজি কারখানার একটি অংশ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। পরে অমরোহা জেলা পুলিশ জানায়, ওই বাজি কারখানাটির লাইসেন্স ছিল। সমাজমাধ্যমে পুলিশ জানিয়েছে, আত্রাসি গ্রামে লাইসেন্সপ্রাপ্ত একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে চার জন মহিলার দেহ মিলেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অমরোহা জেলা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। জেলাশাসক নিধি গুপ্ত বৎসও জানিয়েছেন, ওই বাজি কারখানাটির লাইসেন্স ছিল। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন অমরোহার অতিরিক্ত পুলিশ সুপার, বিদ্যুৎ দফতর এবং দমকল বিভাগের আধিকারিকেরা।
আরও পড়ুন:
গত এপ্রিলে গুজরাতের বনাসকাঁঠা জেলায় একটি বাজি কারখানায় বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হন আরও বেশ কয়েক জন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে গিয়েছিলেন কয়েক জন শ্রমিক। ওই বিস্ফোরণে পরে প্রশ্নের মুখে পড়েছিল প্রশাসনের ভূমিকা।