জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ঘরে তখন অতিথিদের ভিড়। সকলে ছিলেন খোশমেজাজে। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবাসনের একাংশ। মঙ্গলবার মধ্যরাতে মহারাষ্ট্রের পালঘর জেলায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ভাসাইয়ের নারঙ্গি রোডের এক চারতলা আবাসন ভেঙে পড়ে। দুর্ঘটনাটি যখন ঘটে, তখন ওই ভবনের চারতলায় একটি জন্মদিনের পার্টি চলছিল। অনেকে সেই পার্টিতে উপস্থিত থাকায়, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অন্তত ন’জন। তবে ধ্বংসস্তূপের নীচে আরও কয়েক জন চাপা পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সারা রাত ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের সন্ধান করেছে তারা। বুধবার সকালেও উদ্ধারকাজ অব্যাহত। ভাসাই-ভিরার সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক কর্তার কথায়, ‘‘বুধবার সকাল পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে।’’