তেলঙ্গানায় আত্মসমর্পণ করলেন ৩৭ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদীদের আঞ্চলিক কমিটির তিন নেতা। শনিবার তেলঙ্গানা পুলিশের ডিজি বি শিবধর রেড্ডির কাছে অস্ত্রসমর্পণ করেন তাঁরা। এই ৩৭ মাওবাদীর মাথার দাম ছিল মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা।
আত্মসমর্পণকারী তিন মাওবাদী নেতার মধ্যে রয়েছেন কোয়াদা সম্বিয়া ওরফে আজ়াদ, আপ্পাসি নারায়ণ ওরফে রমেশ এবং মুচাকি সোমাদা। এই তিন জনের মধ্যে আজ়াদ এবং রমেশ মাওবাদীদের তেলঙ্গানা আঞ্চলিক কমিটির নেতা। তাঁদের মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা করে। অন্য দিকে সোমাদা দণ্ডকারণ্য আঞ্চলিক কমিটির নেতা। আত্মসমর্পণকারী বাকিদের মধ্যে তিন জন ডিভিশনাল কমিটি এবং ন’জন বিভিন্ন এরিয়া কমিটির সদস্য।
আত্মসমর্পণ করার সময়ে তাঁরা একটি একে-৪৭ রাইফেল, দু’টি এসএলআর রাইফেল, চারটি ৩০৩ রাইফেল, একটি জি৩ রাইফেল এবং ৩৪৬ রাউন্ড কার্তুজ পুলিশের হাতে তুলে দেন। তেলঙ্গানার ডিজিপি রেড্ডির বক্তব্য, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরার যে আবেদন জানিয়েছেন, তাতেই সারা দিয়েছেন এই ৩৭ মাওবাদী। পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর ধারাবাহিক অভিযান, সংগঠনের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ বিভাজনও এই মাওবাদীদের আত্মসমর্পণ করতে বাধ্য করেছে বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন:
আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক সময়ে বার বার এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ছত্তীসগঢ়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে গত কয়েক মাসে ধারাবাহিক অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনীও। বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্যও এসেছে ইতিমধ্যে। কয়েক দিন আগেই অন্ধ্রপ্রদেশের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর এক অভিযানে নিহত হন মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা মাডবী হিডমা।