ফের অ-কাশ্মীরি শ্রমিকদের নিশানা করল জঙ্গিরা। মঙ্গলবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুলগামে পাঁচজন বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। নিহত পাঁচজনই মুর্শিদাবাদের সাগরদিঘি অঞ্চলের বহালনগর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। নিহত পাঁচ শ্রমিকের নাম শেখ কামারুদ্দিন, শেখ মুর্নসালিম, শেখ মহম্মদ রফিক, শেখ নিজামুদ্দিন, মহম্মদ রফিকুল শেখ। আহত এক শ্রমিকের নাম জহুরুদ্দিন সরকার।
প্রাথমিক খবর অনুযায়ী, এ দিন সন্ধ্যায় সশস্ত্র জঙ্গিরা কুলগামের কাতরাসু গ্রামে হানা দেয়। সেখানে যে ভাড়া বাড়িতে ওই শ্রমিকরা ছিলেন, সেখানে তারা হানা দেয়। বাড়ি থেকে ওই শ্রমিকদের বের করে এনে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা।
মঙ্গলবার পাঁচজনের মৃত্যুর পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে আহতও হয়েছেন কয়েকজন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনার পরই ওই গ্রামে এবং আশে পাশে সেনা এবং আধা সেনা তল্লাশি শুরু করেছে জঙ্গিদের খোঁজে।