Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রতি ১৫ মিনিটে দেশে যৌন নিগ্রহের শিকার এক জন করে শিশু

পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর মতে, শিশু নিগ্রহ আগেও হত

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০৩:৩২
Share: Save:

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশুকে যৌন নিগ্রহ করা হচ্ছে বলে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাই’ জানিয়েছে। শিশুঅধিকার রক্ষা সংক্রান্ত ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, নাবালকদের বিরুদ্ধে অপরাধ গত ১০ বছরে ৫০০ শতাংশ বেড়েছে। আজই প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের ৫০ শতাংশ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশে নথিভুক্ত।

১৫ শতাংশ শুধু উত্তরপ্রদেশেই। পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর মতে, শিশু নিগ্রহ আগেও হত। কিন্তু বিষয়গুলি সামনে আসত না। বাবা-মা, অভিভাবক সামাজিক লজ্জা-অপমানের ভয়ে বিষয়গুলিকে লুকিয়ে রাখতেন। এখন দিন বদলেছে।

তিনি বলেন, ‘‘বাবা-মায়েরা এ বিষয়ে সচেতন থাকুন। সন্তানকে বিশ্বাস করুন। সন্তান কিছু বললে চুপ করিয়ে দেবেন না। মন দিয়ে শুনুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sex crimes India CRY
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE