Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

শাহিন বাগে শিশুমৃত্যুর শুনানি দিল্লি ভোটের পরে সোমবার

আজ শাহিন বাগে সড়ক অবরোধের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোটগ্রহণের পরে সোমবার এর শুনানি হবে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৩
Share: Save:

শাহিন বাগের আন্দোলনকে বিজেপি দিল্লির ভোটের প্রধান হাতিয়ার করছে। কিন্তু ভোটগ্রহণের ঠিক আগে, আজ সুপ্রিম কোর্ট তার মধ্যে ঢুকল না।

আগামিকাল, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে আজ শাহিন বাগে সড়ক অবরোধের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোটগ্রহণের পরে সোমবার এর শুনানি হবে। মামলা করেছিলেন দিল্লির প্রাক্তন বিজেপি বিধায়ক নন্দকিশোর গর্গ। তাঁর তরফে এ দিনই শুনানির জন্য আইনজীবী জোরাজুরি করলে বিচারপতি সঞ্জয় কিষেণ কল মন্তব্য করেন, ‘‘এই তো, ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়েছে!’’

বিচারপতির কথা শুনে আইনজীবীদের একাংশের মত, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বুঝে গিয়েছেন, শাহিন বাগই বিজেপির অস্ত্র। তা নিয়ে বিচারপতিদের যে কোনও মন্তব্যই রাজনীতির হাতিয়ার হয়ে যাবে। সে কারণে এর মধ্যে ঢুকতে চাননি তাঁরা। আজ বিচারপতিরা নিজেরাও জানিয়ে দিয়েছেন, তাঁরা কোনও ভাবেই ভোটের উপর প্রভাব ফেলতে চান না। শাহিন বাগের রাস্তা অবরোধ করে আন্দোলন নিয়ে শুনানি হবে সোমবার।

আরও পড়ুন: নির্ভয়া: আদালত এগোবে ৭ দিনের সময়সীমা মেনেই

প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে অবশ্য আজ শাহিন বাগের আন্দোলনে চার বছরের শিশুর মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা চালুর সিদ্ধান্ত নিয়েছেন। চার বছরের শিশু মহম্মদ জহানের মা নাজিয়া তাকে নিয়েই রোজ প্রতিবাদে সামিল হতেন। প্রবল ঠান্ডার জেরে শিশুটির মৃত্যু হয়।

প্রতিবাদ-আন্দোলনে শিশুদের শামিল করানো তাদের উপরে অত্যাচার বলে প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিল মুম্বইয়ের স্কুল ছাত্রী জেন সদাবর্তে। জেন এ বছর সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছে। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তার অভিযোগ ছিল, ওই চার বছরের শিশুর জীবনের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে। সেই চিঠির ভিত্তিতেই প্রধান বিচারপতি মামলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার তারও শুনানি হবে।

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে শাহিন বাগের আন্দোলন দিল্লির বিধানসভা ভোটে বিজেপির প্রধান হাতিয়ার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে অভিযোগ করেন, সেখানে বয়স্ক মহিলাদের আন্দোলনের পিছনে দেশ বিভাজনের রাজনীতি রয়েছে। বিজেপি সাংসদদের কেউ কেউ শাহিন বাগে ‘দেশ কে গদ্দার’-দের ‘গোলি মারো’ বলে উসকানি দিচ্ছেন। কেউ ভোটের ফলপ্রকাশের পরেই অবরোধ উঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। রাস্তা আটকে অবরোধের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির প্রাক্তন বিজেপি বিধায়ক নন্দ কিশোর।

বিচারপতি কল ও বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে আজ মামলা উঠতেই বিচারপতি জানিয়ে দেন, সোমবার এর শুনানি হবে। বিজেপি নেতার আইনজীবী অমিত সাহনি বলেন, ‘‘কিন্তু দিল্লিতে তো আগামিকাল ভোট।’’ বিচারপতি কল মুচকি হেসে মন্তব্য বলেন, ‘‘এই তো, ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়েছে! ঠিক এই কারণেই আমরা সোমবারের কথা বলছি। আপনারা আমাদের মনের কথা পড়ে ফেলেছেন।’’ তিনি বলেন, ‘‘আমরা কেন তাতে (ভোটে) প্রভাব ফেলব?’’

১৫ ডিসেম্বর থেকে শাহিন বাগে অবস্থান-আন্দোলনের ফলে কালিন্দী কুঞ্জ-শাহিন বাগ এবং ওখলা আন্ডারপাসে গাড়ি চলাচল বন্ধ। ফলে দক্ষিণ দিল্লি ও নয়ডার মধ্যে যোগাযোগ ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্টে বিজেপি নেতা মামলা করে দাবি করেছেন, রাস্তা অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে সামগ্রিক ভাবে নির্দেশিকা জারি করা হোক। বিচারপতি কল বলেন, ‘‘আমরা সমস্যাটা বুঝতে পারছি। দেখতে হবে, কী ভাবে সমস্যার সমাধান করা যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shaheen Bagh Delhi Assembly Election 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE