Advertisement
E-Paper

নীতীশের কোপে বাদ পড়া নেতাদের পদ ফিরিয়ে দিয়ে চ্যালেঞ্জ শরদের

রবিবার নয়াদিল্লিতে শরদ যাদবের নেতৃত্বে বৈঠক হল জেডি(ইউ) ‘জাতীয় কর্মসমিতি’র। স্বাভাবিক ভাবেই নীতীশ কুমারের অনুগামীরা এই বৈঠকের ধারেকাছে যাননি। উপস্থিত ছিলেন শুধু শরদ অনুগামীরাই। দলের সভাপতি পদে নীতীশ কুমারকে মানতে অস্বীকার করল শরদদের এই সমান্তরাল সভা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ২২:৩৫
রবিবার নয়াদিল্লিতে শরদ যাদবের নেতৃত্বে বৈঠক হল জেডি(ইউ) ‘জাতীয় কর্মসমিতি’র।—পিটিআই

রবিবার নয়াদিল্লিতে শরদ যাদবের নেতৃত্বে বৈঠক হল জেডি(ইউ) ‘জাতীয় কর্মসমিতি’র।—পিটিআই

নীতীশ কুমারকে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শরদ যাদব। জেডি(ইউ)-এর উপর নিজের দাবি যে তিনি ছাড়ছেন না, দলের জাতীয় কর্মসমিতির সমান্তরাল বৈঠক ডেকে তা স্পষ্ট করে দিলেন। রবিবার নয়াদিল্লিতে শরদ যাদবের নেতৃত্বে বৈঠক হল জেডি(ইউ) ‘জাতীয় কর্মসমিতি’র। স্বাভাবিক ভাবেই নীতীশ কুমারের অনুগামীরা এই বৈঠকের ধারেকাছে যাননি। উপস্থিত ছিলেন শুধু শরদ অনুগামীরাই। দলের সভাপতি পদে নীতীশ কুমারকে মানতে অস্বীকার করল শরদদের এই সমান্তরাল সভা। গুজরাতের বিধায়ক তথা দলের গুজরাত শাখার সভাপতি ছোটুভাই ভাসাভাকে কার্যনির্বাহী সভাপতি হিসেবে ঘোষণা করা হল বৈঠক থেকে। পরবর্তী সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ছোটুভাই-ই কাজ চালাবেন বলে শরদ যাদবরা জানালেন।

আরও পড়ুন:স্লিপার কোচে যাত্রীদের ঘুমের সময় কমাচ্ছে রেল

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই এখনও জেডি(ইউ)-এর সভাপতি পদে রয়েছেন। জেডি(ইউ) মহাজোট ছেড়ে বিজেপির হাত ধরার পর শরদ যাদব বিদ্রোহী হয়ে ওঠেন। ফলে তাঁর অনুগামীদেরকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়েছেন নীতীশ। কিন্তু নীতীশকে যে একতরফা খেলতে দেবেন না, তা শরদ এ দিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সমান্তরাল জাতীয় কর্মসমিতি গঠন করে ফেলেছেন, নীতীশকে সভাপতি হিসেবে মানতে অস্বীকার করেছেন, ছোটুভাই ভাসাভাকে অস্থায়ী সভাপতি করে দিয়েছেন। এতেই থামেনি শরদ শিবির। জেডি(ইউ)-এর বিভিন্ন রাজ্য কমিটির সভাপতি পদ থেকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থেকে নীতীশ কুমার যে সব শরদ-অনুগামীকে সম্প্রতি সরিয়ে দিয়েছিলেন, তাঁদের সকলকে পুরনো পদে বহাল করার কথাও এ দিনের বৈঠক থেকে ঘোষিত হয়েছে।

আরও পড়ুন:অমিতের সফর হতাশই করল বিরসা মুণ্ডার গ্রামকে

শরদ যাদবের সঙ্গে এ দিন জেডি(ইউ)-এর আর এক রাজ্যসভা সদস্য আলি আনোয়ারও ছিলেন। খুব শীঘ্রই শরদ গোষ্ঠী নির্বাচন কমিশনে যাবে এবং দলের নাম ও প্রতীকের আসল হকদার যে তাঁরাই, সে কথা জানিয়ে আসবে। শরদ যাদবের নেতৃত্বাধীন এই ‘জেডি(ইউ)’ বিহারে বিজেপি বিরোধী মহাজোটেই থাকছে বলেও এ দিন জানানো হয়েছে।

Shard Yadav JD(U) National Executive Arun Kumar Srivastava Chhotubhai Amarsinh Vasava শরদ যাদব Ali Anwar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy