আগে জোট। তার পর নিজের পদ।
জোটের স্বার্থে মুখ্যমন্ত্রী পদ নিতে রাজি নন শীলা দীক্ষিত।
উত্তরপ্রদেশে কংগ্রেস ক্ষমতাসীন হলে যাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাবে বলে ঠিক করে রেখেছে, সেই শীলা দীক্ষিত নিজেই জানিয়ে দিলেন, তাঁর কাছে জোটের স্বার্থই অগ্রাধিকার পাচ্ছে। ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে জোট হলে আর সেই জোট ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর পরই উত্তরপ্রদেশে কংগ্রেস-সমাজবাদী জোট গড়ার রাস্তা মসৃণ করে তুলতে এগিয়ে এলেন শীলা দীক্ষিত।