Advertisement
E-Paper

ফডণবীসের শপথেও থাকছে না শিবসেনা

মহারাষ্ট্রে বিজেপি-র মন্ত্রিসভায় আপাতত যোগ দেবে না শিবসেনা। শুক্রবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেবেন্দ্র ফডণবীস ও তাঁর সহযোগীদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরও থাকবেন না শিবসেনা নেতারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০২:৩১

মহারাষ্ট্রে বিজেপি-র মন্ত্রিসভায় আপাতত যোগ দেবে না শিবসেনা। শুক্রবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেবেন্দ্র ফডণবীস ও তাঁর সহযোগীদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরও থাকবেন না শিবসেনা নেতারা।

বিজেপি-র মুখ্যমন্ত্রী মেনে নেওয়ার কথা শিবসেনা ঘোষণা করলেও দফতর বণ্টন নিয়ে জট এখনও কাটেনি। শিবসেনা মুখপাত্র বিনায়ক রাউত আজ দাবি করেছেন, “বিজেপি আমাদের পদে পদে অসম্মান করছে। আমাদের বিধায়করা এটা মানতে রাজি নন।” শিবসেনার কোনও মন্ত্রী যে আপাতত ফডণবীস মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না, সে কথা জানান বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডিও। তবে এখনও শিবসেনার সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন তিনি।

শিবসেনা শেষ পর্যন্ত সরকারে যোগ দিলে ভালো। তা না হলে শরদ পওয়ারের এনসিপি-র সমর্থনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চায় বিজেপি। তার পরে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে এনে, তাদের বিজেপি-র টিকিটে জিতিয়ে, স্থিতিশীল সরকার দেওয়ার চেষ্টা করা হবে। শিবসেনার এক নেতা জানান, বিজেপি-র দাবি মেনে নিয়েই সরকারে যাওয়া হবে না বিরোধী আসনে বসা হবে, তা নিয়ে দলের অন্দরেই বিরোধ রয়েছে। সরকারে যোগ না দিলে কেন্দ্র ও মুম্বই পুরসভাতেও শেষ পর্যন্ত বিজেপি-র সঙ্গে জোট ভাঙতে হবে। দলের প্রভাবশালী একাংশের মতে, এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে এখনও মনস্থির করতে পারেননি উদ্ধব ঠাকরে ও তাঁর পরামর্শদাতারা।

দেবেন্দ্র ফডণবীসের নাম মুখ্যমন্ত্রী পদের জন্য দলের অন্দরে স্থির হওয়ার পরেও দৌড়ে নামেন নিতিন গডকড়ী। পরে দলের শীর্ষ নেতৃত্ব ও আরএসএসের চাপে পিছু হটেন তিনি। নাগপুরে ফডণবীসের সঙ্গে দেখা করে প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন জানান গডকড়ী। আজ দিল্লিতে এসে বিমানবন্দর থেকে গডকড়ীর বাড়িতেই যান ফডণবীস। মহারাষ্ট্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। নরেন্দ্র মোদী-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন ফডণবীস।

ফডণবীসদের শপথের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রায় অভূতপূর্ব আয়োজন নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছে কংগ্রেস ও এনসিপি। শপথে থাকবেন প্রধানমন্ত্রী-সহ প্রায় ৩০ হাজার অতিথি। আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড তারকা, শিল্পপতি-সহ নানা বিশিষ্ট ব্যক্তিত্বকে। মুম্বই পুলিশ, এসপিজি-সহ নানা নিরাপত্তা সংস্থার ২৫০০ কর্মীকে নিয়োগ করা হয়েছে।

Devendra Fadnavis shibsena sivsena bjp maharashtra swearing-in ceremony national news online national news Devendra Fadnavis oath Shiv Sena wankhede
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy