সম্প্রতি উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গায় কোভিড মৃতের দেহ ভেসে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। ওই ঘটনা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে। এ বার তার চেয়েও ভয়াবহ ছবি ধরা পড়ল যোগীরাজ্যে। নদীতে ছুড়ে ফেলা হচ্ছে এক কোভিড মৃতের দেহ।
জানা গিয়েছে, গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা গিয়েছে, সেতু থেকে রাপ্তী নদীতে একটি মরদেহ ছুড়ে ফেলছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজন পিপিই কিট পরিহিত। ওই সেতু দিয়ে যাওয়ার সময়ে দুই ব্যক্তি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। তার পরই ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে।