Advertisement
০১ ডিসেম্বর ২০২৩

দিল্লিতে আপ-কংগ্রেস সমঝোতার ইঙ্গিত

বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে জোট বা আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০২:১৫
Share: Save:

দিল্লিতে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে বরফ গলার ইঙ্গিত দিলেন শীলা দীক্ষিত। আগামী লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট নিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘হাইকম্যান্ড, রাহুল গাঁধী এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁরা যা ফয়সালা করবেন, আমরা তা মানব।’’

বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে জোট বা আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় মাকেন এর বিরোধী হলেও, এখন তিনি অসুস্থতার জন্য দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। শীলা জানিয়ে দিয়েছেন, তিনি প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিতে তৈরি। শীলাকে গদিচ্যুত করেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। শীলা নিজেও এত দিন কেজরীবাল সরকারের সমালোচক ছিলেন। আজ তিনিই অন্য সুর নেওয়ায় মনে করা হচ্ছে, আসন সমঝোতা নিয়ে জটিলতা কাটছে। সূত্রের ইঙ্গিত, সমঝোতা হলে দিল্লির চারটি আসনে লড়বে আপ, বাকি তিনটিতে কংগ্রেস। এখন সাতটিই বিজেপির দখলে।

সম্প্রতি তিন রাজ্যে কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণেও দিল্লির মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেজরীবাল না গেলেও দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ রাজস্থানের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে গিয়েছিলেন। তার আগে কৃষকদের বিক্ষোভ সমাবেশে রাহুল গাঁধীর সঙ্গে কেজরীবালের সৌজন্য বিনিময় হয়েছে। সঞ্জয় নিজে অবশ্য জোট নিয়ে কথাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এখনও আপ-নেতৃত্ব কোনও সিদ্ধান্ত নেয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE