Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Vijay Mallya

আমি পলাতক এটা ওদের পক্ষেই বলা সম্ভব! বিজেপিকে কটাক্ষ বিজয় মাল্যর

রবিবার এক টুইটে তিনি বলেন, ‘বিজেপি বার বার বলছে আমি দেশ ছেড়ে পালিয়েছি। কিন্তু সত্যটা হল এই যে, ১৯৯২ থেকে ব্রিটেনের স্থায়ী বাসিন্দা আমি। কিন্তু সেটা অস্বীকার করে পলাতক বলা হচ্ছে আমাকে। আর এটা বিজেপির পক্ষেই সম্ভব!’

বিজয় মাল্য। ফাইল চিত্র।

বিজয় মাল্য। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১১:৩০
Share: Save:

তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এ কথা সত্য নয়। কিন্তু বিজেপি বার বার সে কথা বলছে। এটা তাদের পক্ষেই বলা সম্ভব। এ ভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বিজয় মাল্য

রবিবার এক টুইটে তিনি বলেন, ‘বিজেপি বার বার বলছে আমি দেশ ছেড়ে পালিয়েছি। কিন্তু সত্যটা হল এই যে, ১৯৯২ থেকে ব্রিটেনের স্থায়ী বাসিন্দা আমি। কিন্তু সেটা অস্বীকার করে পলাতক বলা হচ্ছে আমাকে। আর এটা বিজেপির পক্ষেই সম্ভব!’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সাক্ষাত্কারের প্রসঙ্গ উল্লেখ করে মাল্য বলেন, “মোদী ওই সাক্ষাত্কারে বলেছিলেন ৯ হাজার কোটি টাকা ঋণ রয়েছে আমার। কিন্তু সরকার আমার যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার আর্থিক মূল্য ১৪ হাজার কোটি টাকা।” মাল্যর অভিযোগ, সরকার যেখানে দাবি করছে তাঁর ঋণের সম্পূর্ণ টাকা উদ্ধার করা হয়েছে, তার পরেও বিজেপির মুখপাত্ররা তাঁকে বার বার আক্রমণ করছেন!

আরও পড়ুন: পাঁচ বছরে ৬ কোটি! নতুন চাকরির দাবি সামনে এনে বিতর্কে মোদী সরকার

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কিংফিশারকে বাঁচাতে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন মাল্য। কিন্তু সেই টাকা শোধ না করেই দেশ ছেড়ে পালান তিনি। ২০১৬ থেকে লন্ডনে রয়েছেন মাল্য। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য বহু দিন ধরেই ব্রিটেনের আদালতে মামলা চালাচ্ছে ভারত। গত ফেব্রুয়ারিতে ব্রিটেনের নিম্ন আদালত মাল্যর প্রত্যর্পণে সম্মতি জানায়। প্রত্যর্পণ সংক্রান্ত নথিতে সই করে দেন ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব সাজিদ জাভিদও। তার পর থেকেই মাল্যকে দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya BJP বিজয় মাল্য
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE