বিমানবন্দরে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল ২২টি সাপ। গত শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চেন্নাই বিমানবন্দরে নামেন ওই মহিলা। তাঁর চেক-ইন ব্যাগ থেকে ওই সাপগুলি উদ্ধার হয়েছে।
ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওই ভিডিয়ো আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। তাতে দেখা গিয়েছে, বিমানবন্দরের কর্মীরা একটি লম্বা লাঠি দিয়ে ওই যাত্রীর ব্যাগ থেকে সাপগুলি বার করছেন। সাপগুলি ব্যাগের মধ্যে স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে রাখা ছিল। লাঠির খোঁচা খেয়ে কয়েকটি আবার নিজে থেকেই বেরিয়ে আসে। বিমানবন্দরেই মহিলাকে গ্রেফতার করেছে শুল্ক দফতর।
আরও পড়ুন:
চেন্নাই শুল্ক বিভাগের তরফে পরে টুইটারে জানানো হয়েছে, ২৮ তারিখ চেন্নাই বিমানবন্দরে একে১৩ উড়ান থেকে নামা এক যাত্রীকে আটক করে শুল্ক দফতর। তাঁর চেক-ইন ব্যাগ তল্লাশি করে ২২টি সাপ এবং একটি চ্যামেলিয়ন (টিকটিকি প্রজাতি) উদ্ধার করে। শুল্ক এবং বন্যপ্রাণ আইনে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
Woman who smuggles snakes 🐍
— Atulkrishan (@iAtulKrishan) April 29, 2023
A woman was held at Chennai Airport with 22 snakes
She arrived from Kuala Lumpur by Flight No. AK13
On examination of her checked-in baggage, 22 Snakes of various species and a Chameleon were found & seized pic.twitter.com/TI39llr72O