Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

সৌর বিদ্যুৎ সংসদ ভবনে

সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হতে চলেছে সংসদ ভবনে। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রকল্পের খরচ প্রায় ছ’‌কোটি টাকা। দু’মাসের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা। সংসদ ভবন সূত্রের খবর, অপ্রচলিত শক্তি মন্ত্রকের অধীনে চলতি বছরেই প্রকল্পের কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ০৩:৫৯
Share: Save:

সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হতে চলেছে সংসদ ভবনে। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রকল্পের খরচ প্রায় ছ’‌কোটি টাকা। দু’মাসের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা। সংসদ ভবন সূত্রের খবর, অপ্রচলিত শক্তি মন্ত্রকের অধীনে চলতি বছরেই প্রকল্পের কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

প্রকল্পের উপদেষ্টা-পদে নিয়োগ করা হয়েছে সৌর বিদ্যুৎ বিশেষজ্ঞ তথা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক শান্তিপদ গণচৌধুরীকে। তিনি জানান, সংসদের জন্য বিশেষ ধরনের সোলার প্যানেল তৈরি হচ্ছে। সংসদ-চত্বরের নার্সারিতে বিশেষ ‘গ্লাস টু গ্লাস’ প্যানেল ব্যবহার করা হবে। তাঁর কথায়, ‘‘এতে সবুজের ব্যবহার কমবে না। অথচ বিদ্যুতের উৎপাদনও চলবে।’’

শান্তিবাবু জানান, এই প্রকল্পে ঘণ্টায় ১.২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। তাতে বছরে প্রায় ১.৫ কোটি টাকা বাঁচবে। সেই সঙ্গে প্রতিদিন প্রায় ছ’টন কার্বন নিঃসরণ কমবে। ‘‘অপ্রচলিত শক্তি ব্যবহারের ক্ষেত্রে এ এক যুগান্তকারী পদক্ষেপ। শুধু সৌর বিদ্যুৎ ব্যবহার নয়, সৌর বিদ্যুতের জন্য তৈরি প্যানেলগুলি সংসদ ভবনের সৌন্দর্যায়নেরও অঙ্গ হতে চলেছে,’’ বলেন শান্তিবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE