মাকে খুন করে হৃদপিণ্ড বার করে খেয়ে ফেলল ছেলে!
সোমবার বিকেলে এই নারকীয় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে। সুনীল কুছাকুর্ণী নামে ২৭ বছরের ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় নিজের দোষ স্বীকার করেছে সে।
শাহুপুরি পুলিশের এক সিনিয়ন ইন্সপেক্টর মিড-ডে’কে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ওই অভিযুক্ত। তখন বাড়িতে ছিলেন না সুনীলের মা ৬৫ বছরের ইলাভা। খুব খিদে পাওয়ায় প্রতিবেশী একজনের বাড়িতে খাবার চাইতে যান সুনীল। কিন্তু, মদ্যপ সুনীলকে খাবার দিতে চাননি ওই প্রতিবেশী। তার পর ফিরে এসে বাড়ির সামনেই বসেছিলেন অভিযুক্ত।