১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে গুজরাতের মন্ত্রী বাচু খাবাড়ের পুত্র বলবন্তসিংহ খাবাড়কে গ্রেফতার করল পুলিশ। বাচু গুজরাতের কৃষি এবং পঞ্চায়েতমন্ত্রী। বিজেপির মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে প্রকল্পের ৭৫ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে।
গ্রেফতার হতে পারেন আশঙ্কা করে গুজরাতের দাহোড় কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন বলবন্ত এবং তাঁর ভাই কিরণ। শেষ পর্যন্ত সেই আবেদন প্রত্যাহার করেন তাঁরা। আর তার পরেই বলবন্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দাহোড়ের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) জগদীশ ভাণ্ডারি। তিনি জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করে জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ (ডিআরডিএ)। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে দেখা যায়, ১০০ দিনে কাজের প্রকল্পে জিনিসপত্র সরবরাহের দায়িত্বে ছিল বলবন্তের সংস্থা। যে জিনিস সরবরাহের কথা ছিল, তা না দিয়েই ওই সংস্থা টাকা আদায় করেছিল বলে জানিয়েছেন ডিএসপি। বলবন্তের ভাই কিরণকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। এই দুর্নীতিতে তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গুজরাতে ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছিল গত ২৪ এপ্রিল। সেখানে অভিযোগ করা হয়, ১০০ দিনের প্রকল্পে সরঞ্জাম সরবরাহের বরাত পায়নি বলবন্তের সংস্থা। তার পরেও তারা জিনিসপত্র সরবরাহ করেছিল। পুরো সামগ্রী সরবরাহের আগেই টাকাও মিটিয়ে দেওয়া হয়েছিল ওই সংস্থাকে। দেবগড় বরিয়ার কুভা গ্রামের বাসিন্দারা প্রথম বিষয়টি নজরে আনেন জেলাপ্রশাসনের। তার পরেই সক্রিয় হয় পুলিশ। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে। এ বার গ্রেফতার মন্ত্রীর পুত্র। এই নিয়ে রাজ্যের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস।