বাবাকে ডিউটিতে যেতে দেবে না। বাবার পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে এক শিশু। বাবা কিছুতেই সন্তানকে ভোলাতে পারছেন না। বাবা বার শিশুটি বাবার পা জড়িয়ে ধরে কেঁদে চলেছে। সোশ্যাল মিডিয়ার এখন ভাইরাল এই ভিডিয়োটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক পুলিশ অফিসার ডিউটিতে যাবেন বলে বেরচ্ছেন। আর সেই সময় বাবাকে যেতে না দেওয়ার আকুতি শিশুটির চোখে মুখে। পা জড়িয়ে ধরে কান্না। ওই পুলিশ অফিসার তাঁর সন্তানকে বোঝাচ্ছেন, তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। কিন্তু তাতেও ছাড়তে নারাজ ওই শিশু। বার বার সন্তানের হাত থেকে নিজের পা ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু বারে বারে বাবাকে জড়িয়ে ধরছে শিশুটি। সেই সঙ্গে সমানে কেঁদে চলেছে।
এক মিনিট ২৫ সেকেন্ডের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে পুলিশ আধিকারিকের ছবি দেওয়া অরুণ বোথরা নামে একটি অ্যাকাউন্ট থেকে।