Advertisement
১৭ মে ২০২৪

মমতা-সনিয়া হঠাত্ দেখা, প্রশংসা করলেন একে অপরের

দিল্লিতে মুখোমুখি হলেন সনিয়া-মমতা। শুধুমাত্র সৌজন্যমূলক শুভেচ্ছাই নয়, দু’জনের মধ্যে প্রীতি বিনিময়েরও সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল। একে অপরের প্রশংসা করলেন দীর্ঘ দিনের পরিচিত দুই নেত্রী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ১৮:৩২
Share: Save:

দিল্লিতে মুখোমুখি হলেন সনিয়া-মমতা। শুধুমাত্র সৌজন্যমূলক শুভেচ্ছাই নয়, দু’জনের মধ্যে প্রীতি বিনিময়েরও সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল। একে অপরের প্রশংসা করলেন দীর্ঘ দিনের পরিচিত দুই নেত্রী।

বন্যাত্রাণ-সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী-সহ অন্য মন্ত্রীদের সঙ্গে দেখা করতে মমতা সোমবার দিল্লি পৌঁছেছেন। বুধবার তাঁর সঙ্গে দেখা করবেন মোদী। তার আগে জাতীয় স্তরে বিভিন্ন দলের সঙ্গে বোঝাপড়া আরও এক বার ঝালিয়ে নিতে মঙ্গলবার দু’দফায় সংসদের সেন্ট্রাল হলে গিয়েছিলেন মমতা। এ দিন দুপুরে তিনি সেখানে দলীয় সাংসদদের নিয়ে বসেছিলেন। হঠাত্ই সেখানে আসেন সনিয়া গাঁধী। কংগ্রেস সভানেত্রীকে দেখে মমতা এগিয়ে যান তাঁর দিকে। সনিয়াও এগিয়ে আসেন। দু’জনের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পরে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সনিয়ার সাম্প্রতিক ‘লড়াই’য়ের প্রশংসা করেন মমতা। জবাবে সনিয়া জানান, এই লড়াই তিনি মমতাকে দেখেই শিখেছেন। তৃণমূলের তরফে এমনটাই দাবি করা হয়েছে।

তবে একা সনিয়া নন, এ দিন মমতার সঙ্গে দেখা হল অনেক নেতা-নেত্রীর। তাঁদের মধ্যে ছিলেন শরদ পাওয়ার, প্রফুল্ল পটেল, শরদ যাদব, গুলাম নবি আজাদ, কীর্তি আজাদ, জয়পাল রেড্ডি প্রমুখ। বিজেপি-র সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গেও এ দিন মমতার দেখা হয়। সৌজন্যমূলক কথাবার্তাও হয় দু’জনের মধ্যে। সেখানে অবশ্য ঝালমুড়ির গন্ধ ছিল না।

এই সংক্রান্ত আরও খবর...

মমতা-কেজরীবালকে নৈরাজ্যবাদী বলে কটাক্ষ বিজেপি-র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE