প্রতিবাদ শুরু হয়েছিল প্রথম দিন থেকেই। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে মোদী সরকার। অচল হয়ে যায় সংসদ। সেই প্রবল চাপেই কি এ বার পিছু হটতে বাধ্য হল কেন্দ্র? তেল মন্ত্রকের একটি সূত্রের দাবি, ধাপে ধাপে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলেও এই মুহূর্তে রান্নার গ্যাসে মাসিক ৪ টাকা দাম নাও বাড়াতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে কেরোসিনে মাসে ২৫ পয়সা বৃদ্ধির সিদ্ধান্তে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই দাবি ওই সূত্রের।