লোকসভা থেকে ৬ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার সুমিত্রা মহাজন। সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখাতে দেখাচ্ছিলেন সাংসদরা। স্পিকার বার বার তাঁদের আসনে ফিরে যেতে বললেও তাঁরা ফেরেননি। কাগজ ছিঁড়ে স্পিকারের আসনের দিকে ছুড়ে দেন সাংসদরা। এই আচরণ স্পিকারের আসনের জন্য অবমাননাকর বলে জানিয়ে ৬ সাংসদকে সুমিত্রা মহাজন ৫ দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন।
যে ছ’জনকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন, কে সুরেশ, এম কে রাঘবন।