Advertisement
E-Paper

স্পিকারকে কাগজ ছুড়ে লোকসভা থেকে সাসপেন্ড অধীর-সহ ৬ কং সাংসদ

যে ছ’জন সাংসদকে আজ লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে দু’জন বাঙালি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১৫:০৯
কাগজ ছিঁড়ে ছুড়ে দেওয়া হয়েছে স্পিকারের দিকে। ছবি: লোকসভা টিভি।

কাগজ ছিঁড়ে ছুড়ে দেওয়া হয়েছে স্পিকারের দিকে। ছবি: লোকসভা টিভি।

লোকসভা থেকে ৬ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার সুমিত্রা মহাজন। সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখাতে দেখাচ্ছিলেন সাংসদরা। স্পিকার বার বার তাঁদের আসনে ফিরে যেতে বললেও তাঁরা ফেরেননি। কাগজ ছিঁড়ে স্পিকারের আসনের দিকে ছুড়ে দেন সাংসদরা। এই আচরণ স্পিকারের আসনের জন্য অবমাননাকর বলে জানিয়ে ৬ সাংসদকে সুমিত্রা মহাজন ৫ দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন।

যে ছ’জনকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন, কে সুরেশ, এম কে রাঘবন।

লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভের ছবি নতুন কিছু নয়। কিন্তু আজ এ সবকেও ছাপিয়ে গিয়েছে কংগ্রেস সাংসদদের বিক্ষোভ। —ফাইল চিত্র।

লোকসভায় এ দিন শুরু থেকেই হইচই করছিল কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে গণপ্রহারে খুন করা হচ্ছে কিন্তু সরকার চুপ করে বসে আছে— এই অভিযোগ তুলে বিষয়টি নিয়ে অবিলম্বে আলোচনা দাবি করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। জিরো আওয়ারে গোলমাল আরও বাড়ে। সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তার পরই কঠোর সিদ্ধান্ত নেন স্পিকার।

আরও পড়ুন: সংযম থাকুক বিরোধেও, চান ভাগবত

Parliament Lok Sabha Sumitra Mahajan Parliament Monsoon Session Suspend Politics Congress MPs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy