দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় এ বার এক গাড়ি বিক্রেতাকে আটক করল স্পেশাল সেল। দিল্লি এবং সংলগ্ন রাজ্যগুলিতে পুরনো গাড়ি বিক্রেতাদের সম্প্রতি বিক্রি করা গাড়িগুলির তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছেন আধিকারিকেরা। যাচাই করা ওই তথ্য তদন্তকারীদের জানাতেও বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পরে সোমবারই বেশি রাতের দিকে ফরিদাবাদের এক পুরনো গাড়ি বিক্রেতাকে আটক করে পুলিশ। লালকেল্লার কাছে যে হুন্ডাই আই২০ গাড়িটিতে বিস্ফোরণ হয়, অভিযোগ সেটি বিক্রিতে সাহায্য করেছিলেন তিনিই।
স্পেশাল সেলের এক আধিকারিক পিটিআইকে জানান, বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটির মালিকানা কী ভাবে হস্তান্তর হয়েছে, সেই পুরো শৃঙ্খলটি যাচাই করা হচ্ছে। সন্দেহভাজনের হাতে কী ভাবে গাড়িটি পৌঁছেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি বিক্রি এবং মালিকানা বদলের ক্ষেত্রে কারা মধ্যস্থতা করেছেন, তাদের চিহ্নিত করতে স্পেশাল সেল ডিলারশিপ নথি, লেনদেনের তথ্য এবং সিসি ক্যামেরার পুট খতিয়ে দেখছে। বিস্ফোরণের পর থেকে দিল্লি পুলিশ রাজধানী এবং সংলগ্ন এলাকায় পুরনো গাড়ির ডিলারদের থেকে তথ্য যাচাই করা শুরু করেছে।
দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা পিটিআইকে জানান, দিল্লির ১৫টি জেলার সকল ডেপুটি পুলিশ কমিশনারকে স্থানীয় ডিলারদের সঙ্গে বৈঠকে বসতে বলা হয়েছে। ওই ডিলারেরা সম্প্রতি যে গাড়িগুলি কিনেছেন বা বিক্রি করেছেন, সেগুলির তথ্য স্থানীয় থানায় জানাতে বলা হয়েছে। থানার ওসিদেরও নিজ নিজ এলাকায় পুরনো গাড়ির ডিলারশিপগুলি ঘুরে দেখে নথিপত্র যাচাই করতে বলা হয়েছে। ওই আধিকারিক জানান, বিশেষ করে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের ক্রেতা বা বিক্রেতাদের বিষয়ে তথ্যের উপর বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
গত সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে আচমকাই বিস্ফোরণ হয় একটি হুন্ডাইয় আই২০ গাড়িতে। বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। তবে তদন্তকারীদের একটি সূত্রের দাবি, লালকেল্লার কাছে ঘটনাস্থল থেকে দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা পাওয়া গিয়েছে। ফরেন্সিক সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে যে দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে, সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে নমুনা পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি অ্যামেনিয়াম নাইট্রেটের মতো কোনও রায়াসনিক হতে পারে। তবে দ্বিতীয় বিস্ফোরকের প্রকৃতি সম্পর্কে কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি। পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি স্পষ্ট হবে।