E-Paper

জ়ুবিন-তদন্তের চার্জশিটে খুনে অভিযুক্ত চার

সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবের মূল উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, জ়ুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত ও শেখরজ্যোতি গোস্বামীকে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা মোতাবেক হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে সিটের চার্জশিটে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:১২
জ়ুবিন গার্গ।

জ়ুবিন গার্গ। — ফাইল চিত্র।

গায়ক জ়ুবিন গর্গকে চক্রান্ত করে খুন করা হয়েছিল বলে বার বার দাবি করছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ জ়ুবিনের রহস্যমৃত্যুর তদন্তে ধৃতদের মধ্যে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেই চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল (সিট)।

সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবের মূল উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, জ়ুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত ও শেখরজ্যোতি গোস্বামীকে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা মোতাবেক হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে সিটের চার্জশিটে। দুই সরকারি দেহরক্ষী পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রবঞ্চনার ধারায় অভিযোগ আনা হয়েছে। জ়ুবিনের ভাইপো তথা ডিএসপি সন্দীপন গর্গের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অমৃতপ্রভার মোবাইলে জ়ুবিনের মৃত্যুর সময়কার ভিডিয়ো ছিল বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে প্রমাণ নষ্ট-সহ আরও বেশ কিছু ধারা যোগ করেছে সিট।

বিশেষ ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তের নেতৃত্বাধীন সিট এ দিন গুয়াহাটির আদালতে আড়াই হাজার পাতার চার্জশিট জমা দেয়। মুন্না প্রসাদ জানান, সিট ২৫০ জনের সাক্ষ্য নিয়েছে। সব তথ্যপ্রমাণ মিলিয়ে জমা দেওয়া পৃষ্ঠার সংখ্যা ১২ হাজারের বেশি। সিঙ্গাপুরের পুলিশ প্রথম ময়না তদন্তের পরে জলে ডুবে মৃত্যুর কথাই বলেছিল। খুনের সম্ভাবনা দেখেনি তারা। সে ক্ষেত্রে সিট কেন জ়ুবিন খুন হতে পারেন বলে মনে করছে, সেই ব্যাখ্যা দেননি মুন্না। জ়ুবিনের প্রমোদতরীতে থাকা ১১ জন প্রবাসী অসমিয়ার নাম কেন চার্জশিটে নেই, তা-ও ভেঙে বলেননি। অসমের বিরোধী শিবির এই বিষয়টিতেই দৃষ্টি আকর্ষণ করে হত্যার তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

হিমন্ত জানান, অসম সরকার ফাস্ট ট্র্যাক আদালতে শুনানির আবেদন জানাবে। বিশেষ সরকারি আইনজীবীও নিয়োগ করা হবে। সব অভিযুক্তই জেলে আছেন। বিচারক চার্জশিট পুরো পড়ার পরে শুনানি শুরু হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Zubeen Garg Assam Himanta Biswa Sarma Special Investigation Team

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy