Advertisement
০৪ মে ২০২৪
Disha Salian

দিশা-মৃত্যুতে তদন্ত শুরু সিটের

সিট তৈরি করে ফের তদন্ত শুরুর বিষয়টিতে দিশার বাবা-মায়ের অবশ্য সম্মতি ছিল না। তাঁদের দাবি, তাঁরা মেয়েকে হারিয়েছেন, তিনি আর ফিরে আসবেন না। এখন তাঁরা শান্তিতে থাকতে চান।

Disha Salian and Sushant Singh Rajput.

দিশা সালিয়ান (বাঁ দিকে) এবং সুশান্ত সিংহ রাজপুত (ডান দিকে)। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৬:৪২
Share: Save:

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন সচিব দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তে সম্প্রতি বিশেষ দল তথা সিট তৈরি করেছিল মুম্বই পুলিশ। গত কাল থেকে তদন্তে নেমেছে সেই দল। মালাডের যে অ্যাপার্টমেন্টে ২০২০-তে দিশার দেহ পাওয়া গিয়েছিল, সেই অ্যাপার্টমেন্ট থেকেই শুরু হয়েছে তদন্ত।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে। তার ঠিক পাঁচ দিন আগে, অর্থাৎ ৮ জুন মৃত্যু হয় দিশার। ২০২২ সালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সিট গঠনের কথা ঘোষণা করেন। তার আগে, দিশার মৃত্যু মামলায় শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন বিরোধী পক্ষের বেশ কয়েক জন বিধায়ক। সেই সিদ্ধান্ত অনুসারে এই বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন মুম্বই পুলিশের অতিরিক্ত কমিশনার রাজীব জৈন। পুরো বিষয়টির তত্ত্বাবধান করছেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অজয় বনশল। দিশার বাবা-মা, বন্ধু-পরিজন ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সিট তৈরি করে ফের তদন্ত শুরুর বিষয়টিতে দিশার বাবা-মায়ের অবশ্য সম্মতি ছিল না। তাঁদের দাবি, তাঁরা মেয়েকে হারিয়েছেন, তিনি আর ফিরে আসবেন না। এখন তাঁরা শান্তিতে থাকতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE