বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে তেরো বছরের এক কিশোর কাবুল থেকে দিল্লি পাড়ি দিল। গতকালের ঘটনা। চরম প্রতিকূল আবহাওয়ায় কী করে ওই কিশোর বেঁচে রইল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
সিআইএসএফের তরফে জানানো হয়েছে, গত কাল সকাল ১১টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কেএএম উড়ান সংস্থার বিমানটি। এর পরে রানওয়ের আশপাশে ওই কিশোরকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিমানবন্দরের কর্মীরা তাকে সিআইএসএফের হাতে তুলে দেয়। কিশোরের সঙ্গে একটি লাল রঙের ছোট অডিয়ো স্পিকার ছিল।
প্রাথমিক তদন্তের পরে জানা যায়, ওই কিশোর আফগানিস্তানের কুন্দুজ়ের বাসিন্দা। সে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিনা টিকিট এবং পাসপোর্টে ইরান যেতে চেয়েছিল সে। কিন্তু ওই বিমানটি যে দিল্লি আসছে, সে বুঝতে পারেনি। কিশোরকে জিজ্ঞাসাবাদের পরে ওই একই বিমানে বিকেলের দিকে আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
তবে সাধারণত যে উচ্চতা দিয়ে যাত্রিবাহী বিমানগুলি ওড়ে, সেখানে কম করে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অক্সিজেনের প্রবল অভাব থাকে। তা সত্ত্বেও ওই কিশোর কী ভাবে বেঁচে থাকল, সেই প্রশ্ন উঠছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)