অপারেশন সিঁদুর? না কি বিহার এবং তার পরে দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন?
সংসদে কোন বিষয়ে আলোচনায় চাপ দেওয়া উচিত, তা নিয়ে বিরোধী শিবিরকে দ্বিধাবিভক্ত দেখাল। আজ থেকে লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু তার আগে বিরোধী শিবির মোদী সরকারের থেকে আশ্বাস আদায়ের চেষ্টা করেছে, সংসদে ভোটার তালিকা সংশোধন নিয়েও আলোচনা হবে। প্রথমে সংসদের বাইরে গান্ধী পরিবারের তিন সাংসদকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, তার পরে লোকসভা দু’দফায় অচল করেছেন বিরোধীরা। দুপুর ২টোয় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা শুরুর আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি মেনে বলেন, “স্পিকারের অনুমতি নিয়ে, লোকসভার নিয়মের মধ্যে যে কোনও বিষয়ে আলোচনা হতে পারে। বিষয় উপদেষ্টা কমিটিতে এ নিয়ে আলোচনা করে স্থির করা হবে।”
গত সপ্তাহের শেষ থেকেই তৃণমূল চেষ্টা করছে, সংসদের দু’কক্ষে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার আগে ভোটার তালিকা সংশোধনের বিষয়টি আনতে। সোমবার সকালেও মল্লিকার্জুন খড়্গের ঘরে ইন্ডিয়া মঞ্চের দলগুলির বৈঠকে কংগ্রেসকে বোঝানোর চেষ্টা করেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। সূত্রের খবর, কংগ্রেস ও অন্য বিরোধী নেতাদের তিনি বলেন, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় সরকার জাতীয়তাবাদের আবেগ তৈরি করে লাভবান হবে। সামনে বিহার ভোট, তার পর বাংলা। ভোটার তালিকা নিয়ে অবিলম্বে ঝড় তোলা প্রয়োজন।
তৃণমূলের প্রস্তাব যে কংগ্রেস একেবারে উড়িয়ে দিয়েছে, তা নয়। ভোটার তালিকা নিয়ে কংগ্রেসও সংসদের ভিতরে-বাইরে আন্দোলন চালাচ্ছে। আজ সংসদ ভবনের মকরদ্বারের সামনে কংগ্রেসের নেতৃত্বে ধর্নায় সব দলই ছিল। সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর পাশেই দেখা যায় ডেরেককে। কিন্তু কংগ্রেসের বক্তব্য, ভোটার তালিকা পরিমার্জন নিয়ে আন্দোলনের জন্য অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া বা আলোচনায় অনুপস্থিত থাকা তাদের পক্ষে অসম্ভব।
আজ ভোটার তালিকা নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় বিরোধীদের হট্টগোলের সময় স্পিকারও এই প্রশ্ন তুলে বিরোধীদের জিজ্ঞাসা করেছেন, তাঁরা কি অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চান না! বিরোধীরাই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রাজি হয়েছিল, তা মনে করিয়ে দিয়ে আজ স্পিকার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে বলেন, আপনার যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে, তা হলে প্রতিশ্রুতি দেন কেন!
তবে এখনও পর্যন্ত মোদী সরকার বিরোধীদের কথামতো ভোটার তালিকা পরিমার্জন নিয়ে আলোচনার রাস্তায় হাঁটছে না। গত শুক্রবার স্পিকার ওম বিড়লার বৈঠকে সরকার জানিয়েছে, নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সাংবিধানিক সংস্থার কাজ নিয়ে সংসদে আলোচনা করা যায় না বলে প্রাক্তন স্পিকার বলরাম জাখরের নির্দেশ রয়েছে। নির্বাচন কমিশনের হয়ে সরকারের পক্ষে সংসদে জবাব দেওয়া সম্ভব নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)