বিহারে প্রথম পর্বের ভোটে পুরুষদের ছাপিয়ে গিয়ে ভোট দিয়েছিলেন মহিলারা। কিন্তু নারীশক্তির ওই ভোট কার পক্ষে গিয়েছে, তা রীতিমতো সংশয়ে দু’পক্ষই। প্রথম দফা নির্বাচনের পরে কেন নির্বাচন কমিশন লিঙ্গভিত্তিক ভোটের হার প্রকাশ করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আরজেডি। মহিলা ভোট নিয়ে সংশয়ের পাশাপাশি শরিক দলের সমর্থকদের ভোটও এনডিএ, বিশেষ করে বিজেপির প্রার্থীরা পাচ্ছেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিজেপি শিবিরে।
বিহারের প্রথম পর্বের নির্বাচনে ৬৫.০৮ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। বিহার নির্বাচন কমিশনের একটি সূত্রের দাবি, পুরুষদের ভোটদানের হার ৬২ শতাংশের কাছাকাছি এবং মহিলাদের ভোটদানের হার প্রায় ৬৮ শতাংশ। এটা রেকর্ড হলেও, সরকারি ভাবে পুরুষ ও মহিলার ভোটদানের হার জানায়নি নির্বাচন কমিশন। কেন তা করা হয়নি, তা নিয়ে আজ প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন আরজেডি সাংসদ মনোজ ঝা। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘স্বচ্ছ ও সময়োপযোগী ভাবে নির্বাচনী তথ্য সামনে আনাই হল সুস্থ গণতন্ত্রের ভিত্তি। ..লিঙ্গভিত্তিক পরিসংখ্যানের অনুপস্থিতি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের ভরসাকেক্ষুণ্ণ করে।’’
কমিশনের পাল্টা জবাব, দু’টি পর্বের চূড়ান্ত ভোটদানের হার হাতে পেলে তবেই লিঙ্গভিত্তিক পরিসংখ্যান জানানো হবে। কমিশনের আশঙ্কা, প্রথম পর্বের লিঙ্গভিত্তিক পরিসংখ্যান দ্বিতীয় পর্বের ভোটকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। সে কারণে তা সামনে আনা হয়নি।
এ দিকে গোড়ায় এনডিএ-র দাবি ছিল, বিপুল সংখ্যক মহিলা ভোট তাদের পক্ষে গিয়েছে। কিন্তু প্রাথমিক বিশ্লেষণের পরে বিজেপির আশঙ্কা, মহিলা সমাজের ভোটে ভাল রকম দাঁত ফুটিয়েছে বিরোধীরাও। নীতীশের পরিবর্তে তেজস্বীর পক্ষে ভোট দিয়েছেন মহিলাদের বড় অংশ। যে কারণে আজ ভোটের আগের সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মহিলাদের জন্য নীতীশ সরকার কী কী পদক্ষেপ করেছেন, তা মনে করিয়ে দিতে ছাড়েননি বিহারের বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। কিন্তু তাতে দ্বিতীয় দফার ভোটে আদৌ প্রভাব পড়বে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গেরুয়া নেতৃত্ব।
কেবল মহিলা ভোটই নয়, শরিক দলের সমর্থকদের ভোটও বিজেপি প্রার্থীর ঘরে আদৌ যাচ্ছে কি না, তা নিয়েও সংশয়ে রবিশঙ্কররা। গোড়া থেকে নীতীশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তেমন করে তুলে না ধরায় জেডিইউ সমর্থকদের অনেকের মধ্যেই এনডিএ-র পরিবর্তে আরজেডি প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতা লক্ষ করা গিয়েছে বলে ঘরোয়া ভাবে মেনে নিচ্ছেন বিজেপি নেতারা। তাই আজ এনডিএ-র সব দলের সমর্থকদের এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাতে হয়েছে রবিশঙ্কর প্রসাদকে। বিজেপি সাংসদের ওই আর্তি কাজে দিল কি না, তা বোঝা যাবে ভোটের ফল প্রকাশের পরেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)