সেই মুম্বই। সেই শীতের রাত। উন্মত্ত গতিতে ছুটে আসা বেপড়োয়া মার্সিডিজ পিষে দিল পাঁচ ফুটপাথবাসীকে।
বৃহস্পতিবার মধ্য রাতে মুম্বইয়ের মসজিদ ভান্ডার মহম্মদ আলি রোডের ফুটপাথে ঘুমোচ্ছিলেন ওই পাঁচজন। ১২টা ৪৫ নাগাদ হঠাত্ই মার্সিডিজটি ফুটপাথের উপর আচমকা উঠে পড়ে। পিষে দিয়ে চলে যায় ঘুমন্ত পাঁচজনকে।
ঘটনাস্থল থেকে সেই মুহূর্তেই পালিয়ে যায় গাড়িটির ড্রাইভার আমিন খান। তবে পরে তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়ের করা হয়েছে পায়ধোনি পুলিশ স্টেশনে। আহত পাঁচজনকে স্যার জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।