হিন্দুত্ববাদীদের নিশানায় কবি শ্রীজাত। শনিবার সন্ধ্যায় অসমের শিলচরে কবিকে ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনের জনা ১৫-২০ সমর্থক বিক্ষোভ দেখান বলে অভিযোগ। প্রায় দু’ঘণ্টা ধরে তাঁরা বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে কবিকে উদ্ধার করে।
‘এসো বলি’ নামে শিলচরের এক সাংস্কৃতিক সংগঠনের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে শনিবার শিলচরের পার্ক রোডের একটি হোটেলে গিয়েছিলেন শ্রীজাত। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় কবি-শিল্পী সাহিত্যিকরাও।
ওই অনুষ্ঠান চলাকালীন হাজির হন বিজেপি নেতা বাসুদেব শর্মা ও তাঁর সহযোগীরা। আয়োজকদের অনুমতি নিয়েই বিজেপি নেতা বাসুদেব শর্মা বলেন, ‘‘আমাদের কিছু বক্তব্য আছে।’’ তার পরে শ্রীজাতের কবিতার একটি লাইন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাসুদেবের বক্তব্যের প্রতিবাদ করেন অনুষ্ঠানের আয়োজকেরা। এর পরেই বিক্ষোভ শুরু করে গেরুয়া বাহিনী। তবে পুলিশ, সিআরপিএফের পাহারায় অনুষ্ঠান চলতে থাকে। এক সময়ে ইট ছুড়তে থাকে গেরুয়া বাহিনী। অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কবিকে। উদ্যোক্তাদের দাবি, বিক্ষোভ শুরু হতেই খবর দেওয়া হয় পুলিশে। আরও অভিযোগ, পুলিশের সামনেই বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে।