Advertisement
১৮ মে ২০২৪
National news

যোগীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা ‘ধর্ষিতা’র

ওই মহিলার ভিযোগ, বেশ কয়েকজনকে নিয়ে  গত বছর কুলদীপ তাঁকে ধর্ষণ করেন। তাঁর কথায়, ‘‘কুলদীপকে গ্রেফতারের দাবি নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানোর চেষ্টা করি। কিন্তু এফআইআর দায়েরের চেষ্টা করলেঅ আমাকে হুমকি দেওয়া হয়।’’

যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ১৭:৩১
Share: Save:

গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা। তাও আবার লখনউয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে। পুলিসের তত্পরতায় আত্মহত্যার চেষ্টা সফল হয়নি ঠিকই। তবে একটি সংবাদ সংস্থার বক্তব্য, বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই মহিলা। তাঁর দাবি, হয় অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। নইলে তিনি আত্মহত্যা করবেন।

এই ঘটনায় আঙুল যাঁর দিকে, তাঁর নাম কুলদীপ সিংহ। তিনি আবার উন্নাও কেন্দ্রের বিজেপি বিধায়ক। ওই মহিলার অভিযোগ, বেশ কয়েকজনকে নিয়ে গত বছর কুলদীপ তাঁকে ধর্ষণ করেন। তাঁর কথায়, ‘‘কুলদীপকে গ্রেফতারের দাবি নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানোর চেষ্টা করি। কিন্তু এফআইআর দায়েরের চেষ্টা করলেঅ আমাকে হুমকি দেওয়া হয়।’’

জানা গিয়েছে, যোগীর বাসভবনের সামনে আজ পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে এসেছিলেন ওই মহিলা। আত্মহত্যার চেষ্টা রুখে দেওয়ার পর তাঁদের গৌতম পল্লী থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, সেখানেও ওই মহিলা এবং তাঁর জনা কয়েক আত্মীয় ফের আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে আইপিএল এখন বিড়ম্বনা, তোপ রজনীকান্তের

আরও পড়ুন: প্রতারকরা কেন বিজেপি-ঘনিষ্ঠ, প্রশ্ন কংগ্রেসের

গোটা ঘটনা জানাজানি হতেই উত্তরপ্রদেশের বিরোধী শিবির তোপ দাগছে যোগী সরকারের বিুরুদ্ধে। অনেকেরই প্রশ্ন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলেই কি বিষযটি এড়ানোর চেষ্টা করছে পুলিশ? যদিও পুলিশের দাবি, ওই মহিলার পরিবারের সঙ্গে কুলদীপের বিবাদ দীর্ঘ দিনের। তবে বিযয়টি নিয়ে তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE