শুধু দিল্লি-এনসিআর কেন, দেশের অন্য শহরগুলিতে কেন শব্দবাজি নিষিদ্ধ করা হবে না? শুক্রবার এক মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এমন অনেক শহর রয়েছে যেখানে দূষণের মাত্রা ভয়াবহ, তা হলে সেই শহরগুলিতেও কেন এই নিষেধাজ্ঞা জারি করা হবে না, প্রশ্ন সুপ্রিম কোর্টের।
দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের পর্যবেক্ষণ, যদি এনসিআরের বাসিন্দারা স্বচ্ছ এবং দূষণমুক্ত বাতাস পাওয়ার অধিকারী হন, তা হলে দেশের অন্য শহরের বাসিন্দারা সেই অধিকার পাবেন না কেন? এর পরই প্রধান বিচারপতি জোর দেন, শব্দবাজির বিষয়ে সারা দেশে এক ধরনের নিয়ম হওয়া উচিত। এর পরই শীর্ষ আদালত কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)-কে নোটিস পাঠায়।
দিল্লি-এনসিআরে এক বছর শব্দবাজি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা করেছিলেন বাজি বিক্রেতা এবং প্রস্তুতকারকেরা। তাঁদের যুক্তি, শব্দবাজি প্রস্তুত এবং বিক্রির সঙ্গে অনেক পরিবার জড়িত। নিষিদ্ধ হওয়ার ফলে এই পরিবারগুলির উপর প্রভাব পড়ছে। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। সেই সময় প্রধান বিচারপতি গবই জানান, পরিবেশ সংক্রান্ত যা নিয়ম রয়েছে, তা পুরো দেশেই একই হওয়া উচিত। এর পরই তাঁর মন্তব্য, ‘‘দেশের অভিজাত শ্রেণির লোকেরা এখানে থাকেন বলে শুধু দিল্লির জন্য এই নিয়ম করা যায় না। গত শীতে আমি অমৃতসরে ছিলাম। সেখানে দিল্লির থেকে দূষণ বেশি। যদি শব্দবাজি বন্ধ করতেই হয়, তা হলে গোটা দেশে বন্ধ করা উচিত।’’