আরও এক বার!
ফের পিছিয়ে গেল শীর্ষ আদালতে প্রাক্তন ছাত্রনেতা উমর খলিদ এবং শরজিল ইমামদের জামিনের আর্জির শুনানি। ২০২০ সালের দিল্লি হিংসার ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ মামলায় ইউএপিএ-তে গ্রেফতার হয়ে গত পাঁচ বছর ধরে জেলে বন্দি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওই দুই প্রাক্তন ছাত্রনেতা। আজ বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ শরজিল, উমর, মিরান হায়দর, গুলফিসা ফতিমা এবং শিফা-উর-রহমানের জামিনের শুনানি পিছিয়ে আগামী ২২ সেপ্টেম্বর ধার্য করেছে। তবে শুনানি পিছনোর কোনও কারণ উল্লেখ করা হয়নি।
গত ২ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্টে ন’জনের জামিনের আর্জি খারিজের পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই পাঁচ জন। গত ১২ সেপ্টেম্বর বিচারপতি কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানি পিছিয়ে দিয়ে জানিয়েছিল, মামলার ফাইল আগের দিন রাত আড়াইটে নাগাদ পৌঁছেছিল বিচারপতিদের বাড়িতে। ফলে তাঁদের কিছুটা সময় প্রয়োজন সেগুলি খতিয়ে দেখার জন্য।
কখনও সরকার পক্ষের সময় চেয়ে করা আর্জি, কখনও অন্য মামলার শুনানির চাপ— এমন নানা কারণেই গত পাঁচ বছরে বার বার পিছিয়েছে উমরদের জামিন আর্জির শুনানি। উমর নিজে এক বার তাঁর একটি জামিনের আর্জি শীর্ষ কোর্ট থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। শরজিল ২০২০ সালের ২৮ জানুয়ারি এবং উমর ওই বছরের ১৩ সেপ্টেম্বর গ্রেফতার হওয়া ইস্তক টানা বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছেন। মানবাধিকার ও দ্রুত বিচারের অধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে তাঁদের তরফে। ওই মামলায় অন্য চার জন অভিযুক্ত ইতিমধ্যে জামিনও পেয়ে গিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)