Advertisement
২৬ এপ্রিল ২০২৪

যৌনকর্মী বলায় খুন স্বামীকে, কোর্ট বলল অনিচ্ছাকৃত

স্বামী যৌনকর্মী বলে অপমান করেছিলেন। তাই রাগের মাথায় তাঁকে খুন করেন স্ত্রী। সেই মামলার রায়ে আজ শীর্ষ আদালত জানাল, এটি খুন নয়, অনিচ্ছাকৃত খুনের ঘটনা। অভিযুক্ত মহিলা ও আর এক অভিযুক্তের সাজা কমিয়ে দশ বছর করেছে সুপ্রিম কোর্ট।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০২:১৬
Share: Save:

স্বামী যৌনকর্মী বলে অপমান করেছিলেন। তাই রাগের মাথায় তাঁকে খুন করেন স্ত্রী। সেই মামলার রায়ে আজ শীর্ষ আদালত জানাল, এটি খুন নয়, অনিচ্ছাকৃত খুনের ঘটনা। অভিযুক্ত মহিলা ও আর এক অভিযুক্তের সাজা কমিয়ে দশ বছর করেছে সুপ্রিম কোর্ট।

মামলাটি পুরনো। ঘটনার দিন স্বামী-স্ত্রীর প্রবল ঝগড়ার মধ্যে স্বামী দাবি করেন নওয়াজ় নামে এক প্রতিবেশীর সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর। একাধিক বার স্ত্রীকে ‘যৌনকর্মী’ বলেন তিনি। স্বামীর আরও অভিযোগ ছিল, মেয়েকেও ‘যৌনকর্মী’ করে তুলছেন স্ত্রী। যা শুনে রাগের মাথায় স্বামীর গলা টিপে ধরেন স্ত্রী। শ্বাসরুদ্ধ হয়ে মারা যান স্বামী। নওয়াজ়ের সাহায্যে দেহ পুড়িয়ে ফেলেন স্ত্রী। পরে ধরা পড়ে জেরায় সব স্বীকারও করেন দু’জনে। দায়রা আদালত ও হাইকোর্টে দু’জনকেই উদ্দেশ্যপ্রণোদিত খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে দোষী সাব্যস্ত করায় সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সুপ্রিম কোর্টের এম এম শান্তনগৌড়া ও দীনেশ মাহেশ্বীর বেঞ্চ আজ জানায়, এটি অনিচ্ছাকৃত খুনের ঘটনা। বিচারপতিদের কথায়, ‘‘মৃত ব্যক্তি অভিযুক্তকে বার বার যৌনকর্মী বলে অপমান করেছেন। সমাজে কোনও বিবাহিত স্ত্রী নিজের সম্পর্কে এ ধরনের মন্তব্য শুনলে অত্যন্ত অপমানিত হবেন। তার উপর, নিজের মেয়ের সম্পর্কে একই ধরনের কুরুচিকর মন্তব্য করেন স্বামী। এটা খুবই প্ররোচনামূলক। তাই এটিকে অনিচ্ছাকৃত খুনের ঘটনা বলা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Woman Murder Punishment Supreme Court of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE