Advertisement
E-Paper

বিচারে দেরি হওয়া চলবে না! নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠনের জন্য দেশব্যাপী ‘গাইডলাইন’ তৈরি করতে চায় সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের মন্তব্য, তদন্তকারী সংস্থা চার্জশিট বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। চার্জ গঠনে অযথা দেরি করা যাবে না বলেও জানিয়েছে আদালত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:১৮
চার্জ গঠনের জন্য ‘গাইডলাইন’ তৈরি করতে চায় সুপ্রিম কোর্ট।

চার্জ গঠনের জন্য ‘গাইডলাইন’ তৈরি করতে চায় সুপ্রিম কোর্ট। —প্রতীকী চিত্র।

ফৌজদারি অপরাধের মামলায় চার্জ গঠনের জন্য সময়সীমা বেঁধে দিতে চায় সুপ্রিম কোর্ট। বুধবার এক মামলার শুনানিতে এমনটাই ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। ফৌজদারি মামলার বিচারে যাতে অযথা দেরি না-হয়, না নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা প্রয়োজন বলে মনে করছে আদালত। এর জন্য দেশব্যাপী একটি ‘গাইডলাইন’ স্থির করে দিতে চাইছে তারা।

বিহারে ডাকাতি এবং খুনের চেষ্টায় এক অভিযুক্তের জামিনের আর্জির শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। আমন কুমার নামে ওই অভিযুক্ত এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি। তাঁর দাবি, বিচারাধীন অবস্থায় তিনি অনন্তকাল ধরে জেলবন্দি হয়ে থাকতে পারেন না। বুধবার তাঁর জামিনের আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে।

আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, মামলায় অভিযুক্ত গত বছরের অগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন। বন্দি হওয়ার পরের মাসেই (সেপ্টেম্বরে) চার্জশিট জমা দেয় পুলিশ। কিন্তু অভিযুক্তের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। গত বছরের অক্টোবরে তাঁর জামিনের আর্জি খারিজ করে নিম্ন আদালত। চলতি বছরের মার্চে জামিনের আবেদন খারিজ হয়ে যায় পটনা হাই কোর্টেও। তার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আমন।

এই মামলার ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনে দেরি হচ্ছে বলেই মনে করছে আদালত। সুপ্রিম কোর্টের মন্তব্য, পরিস্থিতি এমন ভাবে চলতে পারে না। তদন্তকারী সংস্থা চার্জশিট বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। চার্জ গঠনে যাতে অযথা দেরি না-হয়, তা নিশ্চিত করতে দেশব্যাপী একটি ‘গাইডলাইন’ স্থির করা প্রয়োজন বলে মনে করছে আদালত। এই কাজে সুপ্রিম কোর্টকে সাহায্য করার জন্য আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে আদালতবন্ধু (অ্যামিকাস কিউরি) হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতিরা।

Supreme Court Courts Criminal Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy