হাসপাতালগুলির আইসিইউ-সিসিইউ সংক্রান্ত নির্দেশিকা তৈরির ক্ষেত্রে গড়িমসি, আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা ও বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ সোমবার আদালত অবমাননার নোটিসের পাশাপাশি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অতিরিক্ত মুখ্যসচিব কিংবা স্বাস্থ্য বিভাগের সবচেয়ে শীর্ষস্থানীয় আধিকারিককে তলব করেছে।
শীর্ষ আদালত বলেছে, আগামী ২০ নভেম্বরে সরকারি আধিকারিকদের আদালতের সামনে হাজির হতে হবে হলফনামা নিয়ে। আদালতের নির্দেশ নিয়ে গড়িমসি করার পরও কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না— শীর্ষ আদালতের সামনে তাঁদের সেই বক্তব্য পেশ করতে হবে। সেই দিন আধিকারিকেরা অন্য কাজে ব্যস্ত রয়েছেন— এমন কোনও কথা শোনা হবে না বলেও সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, ওই বিষয় নিয়ে রাজ্যগুলিকে শীর্ষ আদালতে একটি রিপোর্টও জমা দিতে হবে। নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।
এর আগে সুপ্রিম কোর্ট আইসিইউ-সিসিইউগুলির কাজের মান স্থির করা নিয়ে রাজ্যগুলিকে আলোচনাসভার আয়োজন করতে এবং এই সংক্রান্ত একটি খসড়়া প্রস্তুত করতে বলেছিল। তবে গত সেপ্টেম্বরের শুনা্নির সময় রাজ্যগুলি রিপোর্ট জমা করতে পারেনি। সেই সময়েই রাজ্য প্রশাসনগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল শীর্ষ আদালত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)